তজুমদ্দিনে বিএনপির হাতে বিএনপি লাঞ্ছিত হচ্ছে জানিয়ে প্রতিকার চাইলেন নেতা
Published: 8th, April 2025 GMT
ভোলার তজুমদ্দিনে বিএনপির একপক্ষের নেতা-কর্মীদের হাতে অন্য পক্ষের নেতা-কর্মীরা লাঞ্ছিত-অপমানিত হচ্ছেন বলে অভিযোগ করেছে দলটির একটি পক্ষ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শশীগঞ্জবাজারের একটি ভবনে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়।
বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী ও বাসিন্দার সূত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলায় ২০০৭-০৮ সাল থেকে বিএনপির দুটি পক্ষ। একটি পক্ষ দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.
আজ সংবাদ সম্মেলন করেছে মোস্তাফিজ-সাইদুর পক্ষ। তাঁরা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে তজুমদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে একটি পক্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করে বেড়াচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার বেলা ৩টার দিকে উপজেলার শশীগঞ্জবাজার এলাকায় দলটির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। এ সময় মোস্তাফিজ-সাইদুর পক্ষের ৭ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করা হয়। তাঁদের ওপর হামলায় নেতৃত্ব দেন হাসান।
সাইদুর রহমান বলেন, ‘এভাবে চলতে থাকলে বিএনপি নেতৃত্বশূন্য হয়ে পড়বে। যখন সারা পৃথিবী ইজরায়েলি আগ্রাসনের বিচার চাইছে—তখন তজুমদ্দিনে বিএনপির হাতেই বিএনপি লাঞ্ছিত হচ্ছে, আহত হচ্ছে। কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলামের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের সামনে হাসান তাঁর সন্ত্রাসী বাহিনী বিএনপির ওপর হামলা করছে। আগেও আমাদের ওপর হামলা হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আমরা এর প্রতিকার চাই।’
এসব অভিযোগ অস্বীকার করেছেন হাসান বলেন, ‘আসল ঘটনা হচ্ছে, সাইদুর রহমানের লোকজন হঠাৎ করে মিছিলে ঢুকে পড়লে গতি কমে যায়। কয়েকজন মিছিল থেকে ছিটকে পড়ে। যুবদল নেতা নুরুল ইসলামকে বিদায় দিয়ে দেখেন কয়েকজন রাস্তার পাশের রিকশায় ধাক্কা খেয়ে আহত হয়েছে। এ কারণে কেউ কেউ উত্তেজিত হয়েছেন। পরে ঠিক হয়ে গেছে।’
গতকালের ওই হামলার ঘটনায় আজ বেলা ১টা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র রহম ন ন উপজ ল ব এনপ র য বদল
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।