ঢাকা প্রিমিয়ার লিগে এবার পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। পারিশ্রমিক না পাওয়ায় আজ বুধবার (০৯ এপ্রিল) তারা অনুশীলন বয়কট করেছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ। আজকে রাতের ভেতরে পারিশ্রমিক না পেলে আগামীকাল মাঠে না নামার হুমকি দিয়েছেন তারা।

টাকা না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কাছে আনুষ্ঠানিক চিঠি দিতে চেয়েছিলেন। তার অনুপস্থিতিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর একটি চিঠি দিয়েছেন তারা। দলটির ক্রিকেটার মুক্তার আলী গণমাধ‌্যমে বলেছেন, ‘‘পারিশ্রমিকের সমস্যাটা এক দিনের নয়। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি ক্লাবের সঙ্গে যোগাযোগ করার। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে যেমন অনুশীলন বয়কট করেছি, কালকের ম্যাচও খেলব না। এবার সবার পারিশ্রমিকই খুবই অল্প। সেই টাকাও আমরা পাচ্ছি না। তাই কালকের ম্যাচ খেলতে যাব না।’’

‘‘এই দলের পারিশ্রমিক এমনিতেই খুব কম। যারা খেলছি, মূলত প্রিমিয়ার লিগটা খেলার জন্য খেলছি। এখানে শতাংশের হিসেবে বলাও মুশকিল। কেউ হয়তো এক লাখ পেয়েছে, কেউ আবার দশ হাজার। চার-পাঁচ জনের মতো পঞ্চাশ ভাগ পেয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।’’ – যোগ করেন তিনি।

আরো পড়ুন:

আবাহনীর মুখোমুখির আগে মোহামেডানের আত্মবিশ্বাসী জয়

আবাহনীর জয়ে উজ্জ্বল অলরাউন্ডার মোসাদ্দেক

পারটেক্স লিগে মাত্র নয় ম্যাচে দুই জয় পেয়েছে। দলটির শুরু থেকে অধিনায়কের দায়িত্বে ছিলেন সাব্বির রহমান। কিন্তু শেষ চার ম্যাচে তিনটিতে অধিনায়কের দায়িত্ব পালন করেননি তিনি। শেষ ম্যাচে একাদশেও ছিলেন না। আজকের অনুশীলনে তাকে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, এ সময়ে সন্তানকে নিয়ে হাসপাতালে গিয়েছেন তিনি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য গ কর

এছাড়াও পড়ুন:

বিসিবির পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করে। 

বিস্তারিত আসছে …

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ