ঢাকা প্রিমিয়ার লিগে এবার পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। পারিশ্রমিক না পাওয়ায় আজ বুধবার (০৯ এপ্রিল) তারা অনুশীলন বয়কট করেছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ। আজকে রাতের ভেতরে পারিশ্রমিক না পেলে আগামীকাল মাঠে না নামার হুমকি দিয়েছেন তারা।

টাকা না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কাছে আনুষ্ঠানিক চিঠি দিতে চেয়েছিলেন। তার অনুপস্থিতিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর একটি চিঠি দিয়েছেন তারা। দলটির ক্রিকেটার মুক্তার আলী গণমাধ‌্যমে বলেছেন, ‘‘পারিশ্রমিকের সমস্যাটা এক দিনের নয়। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি ক্লাবের সঙ্গে যোগাযোগ করার। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে যেমন অনুশীলন বয়কট করেছি, কালকের ম্যাচও খেলব না। এবার সবার পারিশ্রমিকই খুবই অল্প। সেই টাকাও আমরা পাচ্ছি না। তাই কালকের ম্যাচ খেলতে যাব না।’’

‘‘এই দলের পারিশ্রমিক এমনিতেই খুব কম। যারা খেলছি, মূলত প্রিমিয়ার লিগটা খেলার জন্য খেলছি। এখানে শতাংশের হিসেবে বলাও মুশকিল। কেউ হয়তো এক লাখ পেয়েছে, কেউ আবার দশ হাজার। চার-পাঁচ জনের মতো পঞ্চাশ ভাগ পেয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।’’ – যোগ করেন তিনি।

আরো পড়ুন:

আবাহনীর মুখোমুখির আগে মোহামেডানের আত্মবিশ্বাসী জয়

আবাহনীর জয়ে উজ্জ্বল অলরাউন্ডার মোসাদ্দেক

পারটেক্স লিগে মাত্র নয় ম্যাচে দুই জয় পেয়েছে। দলটির শুরু থেকে অধিনায়কের দায়িত্বে ছিলেন সাব্বির রহমান। কিন্তু শেষ চার ম্যাচে তিনটিতে অধিনায়কের দায়িত্ব পালন করেননি তিনি। শেষ ম্যাচে একাদশেও ছিলেন না। আজকের অনুশীলনে তাকে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, এ সময়ে সন্তানকে নিয়ে হাসপাতালে গিয়েছেন তিনি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য গ কর

এছাড়াও পড়ুন:

মধ্যরাতে রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় বাড়ির গেটের সামনে এই হামলা চালানো হয়।

পুলিশ বলছে, বাড়ির দেয়ালে তিনটি বিস্ফোরিত ককটেলের চিহ্ন দেখা যাচ্ছে। চার-থেকে পাঁচটি ককটেল ফোটানো হতে পারে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কারা, কেন এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘‘রাতে ড্রইং রুমেই বসে ছিলাম। হঠাৎ চার-পাঁচটি বিকট শব্দ শুনতে পাই। বুঝতে পারি, বাড়ির দেয়াল লক্ষ্য করে ককটেল ছুড়ে মারা হয়েছে। এখন কারা কী কারণে এটা করেছে তার কিছুই বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করছে। আমি থানায় অভিযোগ করব।’’

আরো পড়ুন:

পহেলগাম হামলা: প্রতিশোধ নিতে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি

যুবদল-স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় রক্তাক্ত রাইজিংবিডির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, ‘‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হতে পারে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত চলছে।’’

তিনি আরো বলেন, ‘‘সম্ভবত পায়ে হেঁটেই দুর্বৃত্তরা এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গেও কথা হয়েছে। তিনি অভিযোগ করবেন। এই ঘটনার জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত নিবন্ধ