পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কটের হুমকি পারটেক্সের
Published: 9th, April 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগে এবার পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। পারিশ্রমিক না পাওয়ায় আজ বুধবার (০৯ এপ্রিল) তারা অনুশীলন বয়কট করেছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ। আজকে রাতের ভেতরে পারিশ্রমিক না পেলে আগামীকাল মাঠে না নামার হুমকি দিয়েছেন তারা।
টাকা না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কাছে আনুষ্ঠানিক চিঠি দিতে চেয়েছিলেন। তার অনুপস্থিতিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর একটি চিঠি দিয়েছেন তারা। দলটির ক্রিকেটার মুক্তার আলী গণমাধ্যমে বলেছেন, ‘‘পারিশ্রমিকের সমস্যাটা এক দিনের নয়। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি ক্লাবের সঙ্গে যোগাযোগ করার। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে যেমন অনুশীলন বয়কট করেছি, কালকের ম্যাচও খেলব না। এবার সবার পারিশ্রমিকই খুবই অল্প। সেই টাকাও আমরা পাচ্ছি না। তাই কালকের ম্যাচ খেলতে যাব না।’’
‘‘এই দলের পারিশ্রমিক এমনিতেই খুব কম। যারা খেলছি, মূলত প্রিমিয়ার লিগটা খেলার জন্য খেলছি। এখানে শতাংশের হিসেবে বলাও মুশকিল। কেউ হয়তো এক লাখ পেয়েছে, কেউ আবার দশ হাজার। চার-পাঁচ জনের মতো পঞ্চাশ ভাগ পেয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।’’ – যোগ করেন তিনি।
আরো পড়ুন:
আবাহনীর মুখোমুখির আগে মোহামেডানের আত্মবিশ্বাসী জয়
আবাহনীর জয়ে উজ্জ্বল অলরাউন্ডার মোসাদ্দেক
পারটেক্স লিগে মাত্র নয় ম্যাচে দুই জয় পেয়েছে। দলটির শুরু থেকে অধিনায়কের দায়িত্বে ছিলেন সাব্বির রহমান। কিন্তু শেষ চার ম্যাচে তিনটিতে অধিনায়কের দায়িত্ব পালন করেননি তিনি। শেষ ম্যাচে একাদশেও ছিলেন না। আজকের অনুশীলনে তাকে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, এ সময়ে সন্তানকে নিয়ে হাসপাতালে গিয়েছেন তিনি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান, কী করবে ভারত
ওয়ার্ল্ড লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করছিল ভারত। ভারতের অন্তত ৫ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলায় আপত্তি জানানোর পর ম্যাচটি বাতিল করা হয়। কিন্তু সেমিফাইনালে সেই পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত। এবার কী করবে তারা?
ভারত এই ম্যাচ বয়কট করবে কি না, তা এখনো জানা যায়নি। ডব্লুসিএল কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে এরই মধ্যে এই টুর্নামেন্টের অন্যতম স্পনসর ইজমাইট্রিপ ভারত–পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি লিখেছেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ভারত দলকে অভিনন্দন জানাই। তোমরা জাতিকে গর্বিত করেছ। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।’
ধাওয়ান পাকিস্তান ম্যাচ না খেলার পক্ষে ছিলেন।