ভোটের মাধ্যেমে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : জব্বার
Published: 11th, April 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুুল জব্বার বলেন, দেশের মানুষকে ভোটের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, পাশাপাশি সৎ লোকের নেতৃত্বের মাধ্যেম সমাজ থেকে সকল ধরনের অন্যায় বিতাড়িত করতে হবে।
সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১১ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে মুঈদ ফাউন্ডেশন অডোটিরিয়ামে এ ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরো বলেন ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপর যে বর্বরতা চালাচ্ছে পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন। তাই এখনই পৃথিবীর সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলিদের বয়কট করতে হবে।
সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমির মুস্তাফা কামাল সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এসময় অন্যান্য বক্তরা বলেন, স্বৈরাচারীর পতন দেখে যারা শিক্ষা না নেয় তাদের অবস্থা ও স্বৈরাচারীদের মতো হতে বেশি সময় লাগবেনা। দেশের স্বার্থে সবাইকে সতর্ক থাকতে হবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও কার্তুজসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)।
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার
সিলেটে পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা সাহাব গ্রেপ্তার
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/অনিক/রাজীব