মিয়ানমার ও থাইল্যান্ডে গত ২৮ মার্চের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৃহৎ মানবিক সহায়তা মিশন সফলভাবে সম্পন্ন করেছে।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে গঠিত এই মিশনের আওতায় ত্রাণসামগ্রী, উদ্ধারকারী দল ও চিকিৎসা সহায়তাকারী দল মিয়ানমারে পাঠানো হয়।

বুধবার (১৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

মিয়ানমারে উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের সম্মানে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত মিয়ানমারের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে মানবিক মিশনের সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.

আলীমুল আমীন বক্তব্য দেন।

তিনি মিশনে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়, মিয়ানমারে বাংলাদেশের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি সংস্থাকে কৃতজ্ঞতা জানানো হয়।

মানবিক মিশনটি তিনটি ধাপে পরিচালিত হয়
প্রথম ধাপে গত ৩০ মার্চ বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি পরিবহন বিমানে করে ১৬ দশমিক ৫ টন জরুরি ত্রাণ মিয়ানমারে পাঠানো হয়।

দ্বিতীয় ধাপে ১ এপ্রিল সেনাবাহিনীর একটি এবং বিমান বাহিনীর দুটি পরিবহন বিমানের মাধ্যমে ৫৫ সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা দল এবং ১৫ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়।

তৃতীয় ধাপে ৮ এপ্রিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযানের মাধ্যমে ১২০ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়। সব মিলিয়ে মিয়ানমারে প্রেরিত ত্রাণ সহায়তার পরিমাণ দাঁড়ায় ১৫১ দশমিক ৫ টন, যা বৈশ্বিকভাবে পাঠানো সহায়তার মধ্যে অন্যতম সর্বোচ্চ।

মিয়ানমারে মানবিক মিশন শেষে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দলটি গত ১৫ এপ্রিল বিকেলে নৌবাহিনীর জাহাজযোগে দেশে প্রত্যাবর্তন করে।

উদ্ধারকারী দল নেপিডো শহরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করে। উল্লেখযোগ্যভাবে, তারা একটি বিধ্বস্ত চারতলা ভবনের নিচ থেকে ৬৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে। ভবনটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হওয়ায় অন্যান্য দল সেখানে কাজ করতে অস্বীকৃতি জানায়। মিয়ানমার কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ দল ৩ এপ্রিল দুপুর আড়াইটায় সফলভাবে উদ্ধারকাজটি সম্পন্ন করে।

এ সফলতার স্বীকৃতিস্বরূপ মিয়ানমার সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করার দায়িত্ব বাংলাদেশ দলকে প্রদান করে, যা তারা সাফল্যের সঙ্গে সম্পন্ন করে।

দলটি নেপিডোর বিভিন্ন এলাকায় ৪৫টি আবাসিক ভবন, ক্লিনিক ও শপিংমল চিহ্নিত করে নিরাপদ ও ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্তকরণে সহায়তা করে। নেপিডো সেন্ট্রাল ফায়ার সার্ভিস স্টেশনের ধ্বংসপ্রাপ্ত ভবনে যৌথ উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ দল একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করে, যার ভিত্তিতে পরবর্তীতে মিয়ানমার কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করে।

বাংলাদেশের চিকিৎসা সহায়তাকারী দল নেপিডোর ৫০ শয্যার যবুথিরি হাসপাতাল, ১০০ শয্যা হাসপাতাল এবং ১০০০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সদের সমন্বয়ে গঠিত এ দল ১৭টি জটিল অস্ত্রোপচারের পাশাপাশি মোট ৮৮৫ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়।

বাংলাদেশের মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শোয়ে ব্যক্তিগতভাবে উদ্ধারকারী দল পরিদর্শন করেন এবং তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এ ছাড়া বিভিন্ন পরিকল্পনা ও সমন্বয় সভায় তিনি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন।

মিশন শেষে ১০ এপ্রিল মিয়ানমার সরকার একটি আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে উপস্থিত ছিলেন, দেশটির স্টেট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, ডিফেন্স সার্ভিসের ডেপুটি কমান্ডার ভাইস সিনিয়র জেনারেল সো উইন, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। মিশনের কার্যক্রম মিয়ানমারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার পায়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ মানবিক সহায়তা ও সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ প্রতিবেশী দেশের প্রতি বাংলাদেশের সহানুভূতিশীল মনোভাব ও সংস্কৃতির পরিচায়ক। এ উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও দেশ-বিদেশে যেকোনো দায়িত্ব পালনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ থাকবে।

ঢাকা/হাসান/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সশস ত র ব হ ন মন ত র পর চ ল অন ষ ঠ সরক র সমন ব সদস য

এছাড়াও পড়ুন:

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য ৩ চিকিৎসকের

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এ দিন শিশুকে চিকিৎসা প্রদানকারী তিন চিকিৎসক সাক্ষ্য দেন। তারা হলেন– মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ডা. সোহাস হালদার, নাকিবা সুলতানা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের  ডা. ইসরাত জাহান। তারা সবাই শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল মর্মে সাক্ষ্য প্রদান করেন।  

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে মামলার ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, বিগত চার কার্যদিবস একটানা সাক্ষ্য গ্রহণ চলেছে। এ নিয়ে মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হবে। আগামী রোববার মামলার তদন্ত কর্মকর্তা বাদে অন্য সব সাক্ষী সাক্ষ্য দেবেন। বুধবার আসামিপক্ষের আইনজীবী স্বাধীনভাবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। তিনি আদালতে আসামিরা নির্দোষ বলে যুক্তি উপস্থাপন করেন। আসামিরাও নিজেদের নির্দোষ দাবি করেছেন। 

বেড়াতে এসে ৬ মার্চ রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। এই ধর্ষণের ঘটনা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে ঢাকা সিএমএইচে তাকে ভর্তি করা হয়েছিল। ১৩ মার্চ শিশুটি সেখানে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বড় মেয়ের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন। রিমান্ডে হিটু শেখ ধর্ষণের কথা স্বীকার করেছে।

সম্পর্কিত নিবন্ধ