গুঞ্জন উঠেছে ঢাকাই সিনেমায় জুটি বাঁধতে চলেছেন আফরান নিশো এবং শবনম বুবলী। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে বুবলীকে এই গুঞ্জনের সত্যতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। নায়িকা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, তার আগে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর সাফল্য এবং নানা তকমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শবনম বুবলী বলেন, ‘‘সবাই চাই যে, সব সিনেমা থেকে সবাই লাভবান হোক। সুপারহিট, ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট; এগুলো দরকার। এই তকমাগুলো আমাদের সিনেমার জন্য পজেটিভ, ইন্ডাস্ট্রির জন্য পজেটিভ, শিল্পীদের জন্য পজেটিভ। কিন্তু যার প্রোডিসার আছেন, টিম আছেন—তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করেন। সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায় সেটা খুব সহজেই আসলে সম্ভব।’’

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত কোনো সিনেমায় আফরান নিশোর সঙ্গে শবনম বুবলী জুটি বাঁধছেন কিনা? সাংবাদিকদের করা এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘‘আমরা এখনও রোজার ঈদের সিনেমার মুডেই আছি। সামনে সিনমা কখন কার সঙ্গে আসবে, আমার মনে হয় সেটা টিম থেকে বা প্রোডাকশন হাউস থেকে বলে দেবে।’’— বুবলী এই গুঞ্জনকে যেমন উড়িয়ে দেননি আবার সরাসরি হ্যাঁ-ও বলেননি। সুতরাং সত্য জানতে আরও অপেক্ষা করতে হবে বুবলী ও নিশো ভক্তদের।

আরো পড়ুন:

জেলের বন্ধুরা যে প্রশ্ন করেছিলো পরীমনিকে

হাসপাতালে সৃজিত মুখোপাধ্যায়

এই নায়িকা জানান, তিনি এখন ‘জংলি’ মুডে আছেন। আছেন ‘বরবাদ’ মুডেও।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ