রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির ভাগ্য এক প্রকার নির্ধারণ হয়ে গেছে। বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রে জিতলে কিংবা ‘অলৌকিক’ ঘটনায় লা লিগা জিতলেও আগামী মৌসুমে ফ্লোরেন্তিনো পেরেজ তাকে লস ব্লাঙ্কোসদের ডাগ আউটে রাখবেন না।

ডন কার্লোর অবশ্য এখনো চাকরির আকাল পড়েনি। রিয়াল মাদ্রিদ থেকে চাকরি হারানোর আগেই তার দুয়ারে বেশ কিছু প্রস্তাব এসে হাজির। এই যেমন- এসি মিলান তাকে পুরনো গৌরব ফেরাতে নতুন করে দায়িত্ব দিতে চায়। রোমাও ইতালিয়ান বসকে ক্লাবের ডাগ আউটে আনার চেষ্টা করছে।

তবে সাবেক বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি, এসি মিলান ও এভারটনের কোচ কার্লো আনচেলত্তিকে পেতে সবার চেয়ে বেশি চেষ্টা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংবাদ মাধ্যম মারফত জানা গেছে, এখন পর্যন্ত ব্রাজিলের প্রজেক্টেই বেশি আগ্রহ অভিজ্ঞ এই কোচের।

গেটাফের বিপক্ষে লা লিগায় রিয়ালের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওই প্রশ্নের সম্মুখীন হন ডন কার্লো। জবাবে জানিয়েছেন, রিয়ালে তার হানিমুন পিরিডন এখনো শেষ হয়নি। থাকতে চান লম্বা সময়। তবে সামনে অনেক কিছুই ঘটে যেতে পারে, ‘ফুটবলে যেকোন কিছু সম্ভব, যা কিছু ঘটে যেতে পারে।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চাকরি আছে কার্লো আনচেলত্তির। তবে মে’র শেষে লা লিগা শেষে হতেই তাকে চাকরি থেকে সরিয়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ বোর্ড। জুনের ক্লাব বিশ্বকাপের আগে নতুন কাউকে দেখা যেতে পারে লস ব্লাঙ্কোসদের ডাগ আউটে। লিগ শেষেই ডন কার্লোকে রিয়াল ছাঁটাই করলে তার ব্রাজিলের ডাগ আউটে দাঁড়ানোর ভালো সম্ভাবনা আছে। কারণ সিবিএফ মে’র মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করতে চায়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র জ ল ফ টবল র ড গ আউট

এছাড়াও পড়ুন:

লিটারে এক টাকা কমলো জ্বালানি তেলের দাম

জ্বালানি তেলের দাম  লিটারে ১ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা আগামী ১ মে থেকে কার্যকর হবে।

বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৫ সালের মে মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১২২ টাকা থেকে কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ১২৬ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার।

এর আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছিল।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ