প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল হত্যায় চট্টগ্রাম থেকে এক আসামি গ্রেপ্তার
Published: 23rd, April 2025 GMT
ঢাকায় বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (পারভেজ) হত্যা মামলায় মো. মাহাথির হাসান (২০) নামে আরও একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তিনি মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি।
আজ বুধবার সকালে চট্টগ্রামের হালিশহরের একটি বাসা থেকে মাহাথির হাসানকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ ছাড়া আজ বিকেলে গাইবান্ধা সদরের শাহপাড়া ইউনিয়নের ভবানীপুর থেকে মেহেরাজ ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি এ হত্যা মামলার প্রধান আসামি বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এ নিয়ে আজ জাহিদুল হত্যা মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হলো।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য চারজন হলেন মো.                
      
				
পুলিশ বলছে, ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদুল ও তাঁর বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুনপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল হত্যায় আরও একজন গ্রেপ্তার৩ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
নির্বাচন পরিচালনা কমিটি গঠন করলো এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করে আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি, জামায়াতের নেতৃত্বে ধর্মীয় ফ্যাসিবাদ চলছে: নাসীরুদ্দীন
কমিটির প্রধান করা হয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটি দলটির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ে সমন্বয়, আইন ও প্রশাসনিক কার্যক্রম, এবং মিডিয়া ও প্রচার কার্যক্রম তদারকি করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।
ঢাকা/রায়হান/ইভা