প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফর করে ‘খুশি’ চার নারী ক্রীড়াবিদ
Published: 25th, April 2025 GMT
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাতার সফর করতে পেরে খুবই খুশি হয়েছেন বলে জানিয়েছেন তাঁর সফরসঙ্গী চার নারী ক্রীড়াবিদ। তাঁদের কেউ কেউ বলেছেন, এটা অনেক বড় পাওয়া যে কাতার অনেক সম্মান দিয়েছে। যেখানেই গেছেন, সেখানেই অনেক সম্মান পেয়েছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী চার নারী ক্রীড়াবিদ তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেখানে তাঁরা এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফর করতে পেরে খুবই খুশি হয়েছেন বলে উল্লেখ করেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি বলেন, ‘বলে তো বুঝাইতে পারতেছি না আমরা কত খুশি। আর কাতার আমাদের এত সম্মান দিছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা শুনছি যে কাতারে যারা যায়, তাদের নাকি এভাবে সম্মানিত করা হয় না। তো আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া যে কাতার আমাদের অনেক সম্মান দিছে। যেখানেই গেছি, সেখানেই অনেক সম্মান দিছে।’
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় শাহেদা আক্তার বলেন, কাতার ফাউন্ডেশনের সিইওর সঙ্গে তাঁরা দেখা করেন। তাঁকে সব কথা খুলে বলেছেন যে তাঁদের কী কী সুযোগ-সুবিধা লাগবে। তিনি বলেন, ‘আমাদের যখন ইনজুরি (খেলাধুলার সময় আঘাত পাওয়া) হয়.
নারী ফুটবলারদের জন্য খেলার ভালো মাঠ নেই, সেই কথাও কাতার ফাউন্ডেশনকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন শাহেদা আক্তার। তিনি বলেন, শুধু ফুটবল নয়, অন্য খেলাধুলা নিয়েও কাতার ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা হয়েছে। কাতার সফরে ভালো অভিজ্ঞতা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শাহেদা আক্তার বলেন, সে ফাইনালের দুই দল যে ড্রেসিংরুম ব্যবহার করেছিল, সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। কাতারের স্পোর্টস মিউজিয়াম ঘুরে দেখেছেন তাঁরা। সবকিছু ঘুরে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে বলে জানান তিনি।
প্রথমবারের মতো সরকারপ্রধানের সঙ্গে এ রকম রাষ্ট্রীয় সফরের সুযোগ হয়েছে উল্লেখ ক্রিকেটার শারমিন সুলতানা জানান, কাতার ফাউন্ডেশনের শীর্ষ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ, স্টেডিয়াম ও একাডেমি পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘তাদের (কাতার) সঙ্গে আমাদের খেলাধুলা নিয়ে, আমাদের স্পোর্টস কীভাবে ডেভেলপ (উন্নয়ন) করতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে এবং ওদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করেছি।’
আরেক ক্রিকেটার সুমাইয়া আক্তার বলেন, কাতার হচ্ছে ফুটবলপ্রিয় দেশ। তাদের ক্রিকেটের সঙ্গে সেভাবে সম্পৃক্ততা নেই। কাতারকে বাংলাদেশের ক্রিকেট পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সুমাইয়া আক্তার বলেন, তাঁরা বলেছেন সুযোগ পেলে বাংলাদেশে আসবেন। কাতারে ক্রিকেট কোনোভাবে সচল করা যায় কি না, সেটা নিয়েও তাঁরা কথা বলেছেন।
কাতারে এমন একটি মাঠ পরিদর্শন করেছেন, যেখানে ফুটবলের পাশাপাশি সুইমিং, টেবিলটেনিস, বাস্কেটবলের মতো অন্যান্য খেলার সুযোগ রয়েছে জানিয়ে সুমাইয়া আক্তার বলেন, সেখানে তিনি দেখেছেন কীভাবে একটি মাঠকে যথাযথভাবে ব্যবহার করা যায়।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, কাতার ফাউন্ডেশনের প্রস্তাবে চার নারী ক্রীড়াবিদকে নেওয়া হয়েছিল। কাতারের সঙ্গে নারীদের জন্য স্টেডিয়াম, ডরমিটরি, জিমনেসিয়াম, ইনজুরি রিহাবের (আহতদের পুনর্বাসন) বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ত র সফর উল ল খ ক বল ছ ন আম দ র ইনজ র ফ টবল
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরে সঙ্গী হচ্ছেন ফখরুল, তাহেরসহ চার রাজনীতিবিদ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর সফরসঙ্গী হিসেবে যাবেন চারজন রাজনীতিবিদ। তাঁরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব আখতার হোসাইন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরের বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে চারজন রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একটি বাণিজ্যিক ফ্লাইটে ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা। ২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক পৌঁছাবেন। তিনি দেশে ফিরবেন ২ অক্টোবর।
২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জানিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বিগত এক বছরে দেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের একটি কার্যকর পরিকল্পনা উঠে আসে, সেজন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গত মাসে কক্সবাজারে একটি অংশীদার সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ প্রমুখ।