প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফর করে ‘খুশি’ চার নারী ক্রীড়াবিদ
Published: 25th, April 2025 GMT
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাতার সফর করতে পেরে খুবই খুশি হয়েছেন বলে জানিয়েছেন তাঁর সফরসঙ্গী চার নারী ক্রীড়াবিদ। তাঁদের কেউ কেউ বলেছেন, এটা অনেক বড় পাওয়া যে কাতার অনেক সম্মান দিয়েছে। যেখানেই গেছেন, সেখানেই অনেক সম্মান পেয়েছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী চার নারী ক্রীড়াবিদ তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেখানে তাঁরা এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফর করতে পেরে খুবই খুশি হয়েছেন বলে উল্লেখ করেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি বলেন, ‘বলে তো বুঝাইতে পারতেছি না আমরা কত খুশি। আর কাতার আমাদের এত সম্মান দিছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা শুনছি যে কাতারে যারা যায়, তাদের নাকি এভাবে সম্মানিত করা হয় না। তো আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া যে কাতার আমাদের অনেক সম্মান দিছে। যেখানেই গেছি, সেখানেই অনেক সম্মান দিছে।’
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় শাহেদা আক্তার বলেন, কাতার ফাউন্ডেশনের সিইওর সঙ্গে তাঁরা দেখা করেন। তাঁকে সব কথা খুলে বলেছেন যে তাঁদের কী কী সুযোগ-সুবিধা লাগবে। তিনি বলেন, ‘আমাদের যখন ইনজুরি (খেলাধুলার সময় আঘাত পাওয়া) হয়.
নারী ফুটবলারদের জন্য খেলার ভালো মাঠ নেই, সেই কথাও কাতার ফাউন্ডেশনকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন শাহেদা আক্তার। তিনি বলেন, শুধু ফুটবল নয়, অন্য খেলাধুলা নিয়েও কাতার ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা হয়েছে। কাতার সফরে ভালো অভিজ্ঞতা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শাহেদা আক্তার বলেন, সে ফাইনালের দুই দল যে ড্রেসিংরুম ব্যবহার করেছিল, সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। কাতারের স্পোর্টস মিউজিয়াম ঘুরে দেখেছেন তাঁরা। সবকিছু ঘুরে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে বলে জানান তিনি।
প্রথমবারের মতো সরকারপ্রধানের সঙ্গে এ রকম রাষ্ট্রীয় সফরের সুযোগ হয়েছে উল্লেখ ক্রিকেটার শারমিন সুলতানা জানান, কাতার ফাউন্ডেশনের শীর্ষ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ, স্টেডিয়াম ও একাডেমি পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘তাদের (কাতার) সঙ্গে আমাদের খেলাধুলা নিয়ে, আমাদের স্পোর্টস কীভাবে ডেভেলপ (উন্নয়ন) করতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে এবং ওদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করেছি।’
আরেক ক্রিকেটার সুমাইয়া আক্তার বলেন, কাতার হচ্ছে ফুটবলপ্রিয় দেশ। তাদের ক্রিকেটের সঙ্গে সেভাবে সম্পৃক্ততা নেই। কাতারকে বাংলাদেশের ক্রিকেট পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সুমাইয়া আক্তার বলেন, তাঁরা বলেছেন সুযোগ পেলে বাংলাদেশে আসবেন। কাতারে ক্রিকেট কোনোভাবে সচল করা যায় কি না, সেটা নিয়েও তাঁরা কথা বলেছেন।
কাতারে এমন একটি মাঠ পরিদর্শন করেছেন, যেখানে ফুটবলের পাশাপাশি সুইমিং, টেবিলটেনিস, বাস্কেটবলের মতো অন্যান্য খেলার সুযোগ রয়েছে জানিয়ে সুমাইয়া আক্তার বলেন, সেখানে তিনি দেখেছেন কীভাবে একটি মাঠকে যথাযথভাবে ব্যবহার করা যায়।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, কাতার ফাউন্ডেশনের প্রস্তাবে চার নারী ক্রীড়াবিদকে নেওয়া হয়েছিল। কাতারের সঙ্গে নারীদের জন্য স্টেডিয়াম, ডরমিটরি, জিমনেসিয়াম, ইনজুরি রিহাবের (আহতদের পুনর্বাসন) বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ত র সফর উল ল খ ক বল ছ ন আম দ র ইনজ র ফ টবল
এছাড়াও পড়ুন:
সবাই ভেবেছিলেন কিশোরী ডুবে গেছে, ১০ দিন পর ফোন করে জানাল সে গাজীপুরে আছে
১০ দিন আগে কুষ্টিয়ার কুমারখালীর মরা কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়েছিল কিশোরী সোহানা খাতুন। বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে খুঁজতে শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। তবে গত বুধবার রাতে মাকে ফোন করেছে সোহানা; জানিয়েছে সে গাজীপুরে প্রাক্তন স্বামীর কাছে আছে।
নিখোঁজ হওয়া কিশোরীর নাম সোহানা খাতুন। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম কারিগর পাড়ায়। তার বাবা গোলাম মওলা ও মা শিরিনা খাতুন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ জুলাই দুপুরে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে গোসল ও কাপড় ধুতে গিয়েছিল সোহানা। দীর্ঘ সময়েও না ফেরায় তার মা নদীর ধারে যান; দেখেন, সোহানার কাপড় পড়ে আছে। এরপর স্বজন ও এলাকাবাসী তাকে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে ওই রাতে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে উদ্ধার অভিযান চালায়। পরদিন খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১২ ঘণ্টা অভিযান চালিয়েও তার সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করে। ২১ জুলাই এক কবিরাজ এনে নদীতে খোঁজার চেষ্টাও করেন সোহানার বাবা–মা।
এমন অবস্থায় বুধবার রাতে হঠাৎ সোহানা তার মায়ের ফোনে কল দিয়ে জানায়, সে ঢাকার গাজীপুরে তার প্রাক্তন স্বামীর কাছে রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান সোহানার বাবা গোলাম মওলা। তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, মেয়ে নদীতে ডুবে গেছে। সবাই মিলে খোঁজাখুঁজি করেছি। এমনকি কবিরাজও এনেছিলাম। কিন্তু হঠাৎ বুধবার আমার স্ত্রীকে ফোন দিয়ে জানায়, সে প্রাক্তন স্বামীর কাছে আছে। আমরা বিষয়টি গতকাল রাতে পুলিশকে জানিয়েছি।’ বিষয়টি বুঝতে না পেরে সবাইকে কষ্ট দেওয়ার জন্য তিনি ক্ষমা চান।
স্থানীয় লোকজন জানান, প্রায় দুই বছর আগে খালাতো ভাই কুতুব উদ্দিনের সঙ্গে পালিয়ে যায় সোহানা এবং দুজন বিয়ে করে। তবে বনিবনা না হওয়ায় তিন মাস আগে সোহানা তাকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে আসে। নদীতে নিখোঁজ হওয়ার ‘নাটক’ করে সে পালিয়ে গেছে।
এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, শুরুতে পরিবারের লোকজন জানিয়েছিল, নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয়েছে সোহানা। গতকাল আবার তার বাবা জানিয়েছে, মেয়ে গাজীপুরে প্রাক্তন স্বামীর কাছে আছে।