সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান গত বছরের ১৮ এপ্রিল সড়ক দুর্ঘটনায় মারা যান। একবছর পর তার বাড়িতে গিয়েছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সঙ্গে ছিলেন আরেক কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। সেখান থেকে ফিরে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুব গুহকে নিয়ে একটি পোস্ট আসিফ।

আসিফ আকবর লিখেছেন, ‘প্রয়াত পাগল হাসানের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করার জন্য ছাতকের উদ্দেশ্যে রওনা করেছি। আমাদের ফ্লাইটটি সিলেটের উদ্দেশ্যে টেক অফ করার সময় আমি দোয়া পড়ছিলাম চোখ বন্ধ করে। চোখ খুলতেই দেখলাম ধ্রুব’দা আঙ্গুলের কড় গুনে গুনে কোন মন্ত্র পাঠ করছেন চোখ বন্ধ করেই।’

আসিফ আরও লিখেছেন, ‘আমি মুসলিম পরিবারে জন্মেছি, ধ্রুব গুহ দাদা জন্মেছেন হিন্দু পরিবারে। অথচ আমরা দুজনেই দুজনকে মানুষ হিসেবেই চিনি, জানি, মিশি, চলি, চলবো। এই বাংলাদেশের প্রতিটি জনপদে শত শত বছর ধরে এই মনুষ্যত্ব-বোধ কায়েম ছিল, আছে, থাকবে।’

সবশেষে তিনি লিখেছেন, ‘মাঝখানে ঝামেলা ফ‍্যাসাদ সৃষ্টিকারীরাও যুগে যুগে ছিল। সেটা এখনো আছে, থাকবে- সিদ্ধান্ত মনুষ্যত্ববোধের। ধ্রুব’দা আর আমি এখানে একটা উদাহরণ মাত্র, সবাই মানুষ পরিচয়ে পরপারের জবাবদিহিতায় বিশ্বাস করি বলেই ধর্ম আমাদের আশ্রয় এবং শক্তি। এই বিশ্বাসেই অটুট থাকুক আমাদের মনুষ্যত্ববোধ।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।

গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

সম্পর্কিত নিবন্ধ

  • বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
  • গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ