ছুটি কাটিয়ে ২২ এপ্রিল এসেছেন ঢাকায়। ময়মনসিংহে আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপের ফাইনাল খেলা সেদিন দেখেছিলেন। পাঁচ দিন না যেতেই আবার ছুটিতে নিজ দেশ স্পেনে চলে গেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। যেন ছুটির নেশা পেয়ে বসেছে জাতীয় ফুটবল দলের কোচকে।

বাংলাদেশের ফুটবলে ছুটির ইস্যুতে সবচেয়ে বেশি সমালোচিত ছিলেন জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে। চুক্তির বাইরেও বেশি ছুটি কাটিয়েছিলেন ইংলিশ এ কোচ। গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলার পর ছুটিতে চলে যান ক্যাবরেরা। গত মঙ্গলবার বাংলাদেশে আসার পর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলের পরিকল্পনা তাঁর কাছে জানতে চান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেখানে নিজের পরিকল্পনা তুলে ধরা ক্যাবরেরার হঠাৎ নিজ দেশে চলে যাওয়াকে ভালোভাবে দেখছেন না বাফুফের নির্বাহী কমিটির অনেকে। 

গতকাল ক্যাবরেরার ছুটির বিষয়ে জানতে চাইলে বাফুফে সাধারণ সম্পাদক বল ঠেলে দেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কোর্টে। বিকেলে ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘আমি যতটুকু জানি তাঁর (ক্যাবরেরা) বাবা অসুস্থ, তাই স্পেন গেছেন। পারিবারিক সমস্যা হলে তো করার কিছু থাকে না। আশা করি, তিনি শিগগিরই দেশে ফিরবেন।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হ য ভ য় র ক য বর র ক য বর র

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ