যে দুটি দলের কোচ হওয়া ক্লপের স্বপ্ন
Published: 29th, April 2025 GMT
৩০ বছর পর লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিতিয়েছিলেন, এনে দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগও। ৯ বছরে লিভারপুলকে ৯টি শিরোপা জিতিয়ে অবশেষে ইয়ুর্গেন ক্লপ অ্যানফিল্ড ছেড়েছেন ২০২৪ সালে। কিছুদিনের বিরতি নিয়ে আপাতত কাজ করছেন রেড বুল গ্রুপের গ্লোবাল ফুটবলের প্রধান হিসেবে। তবে পুরোদস্তুর কোচিংয়ে আবার ফিরতে চান জার্মান এই কোচ।
ইংল্যান্ডে অন্য কোনো দলকে কখনো কোচিং করাবেন না—এটা আগেই বলেছেন ক্লপ। তবে অবসরের আগে দুটি দলকে কোচিং করানোর স্বপ্ন দেখেন তিনি। সেই দুটি দলের নাম কি? রিয়াল মাদ্রিদ ও জার্মানি জাতীয় ফুটবল দল।
আরও পড়ুন১৪ বছর বয়সে অন্যরা আইসক্রিম খায়, সুর্যবংশী বোলারদের পেটায়৩ ঘণ্টা আগেতথ্যটা আসলে দিয়েছেন ক্লপেরই ঘনিষ্ঠ বন্ধু এবং জার্মান ক্লাব মাইনৎসে ক্লপের একসময়ের সতীর্থ মিরোস্লাভ তানজগা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে তানজগা বলেছেন, ‘লিভারপুল ছাড়ার সময় ক্লপ আমাকে বলেছিল, তার দুটি ইচ্ছা—জার্মান জাতীয় দলের কোচ হওয়া এবং রিয়াল মাদ্রিদের কোচ হওয়া। তবে এর কোনোটি আদৌ পূরণ হবে কি না, আমি জানি না।’
লিভারপুলের ডাগাাউটে শেষ ম্যাচের পর ক্লপ বিদায় নিয়েছিলেন অ্যানফিল্ডের সমর্থকদের কাছ থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিসিবির পরিচালক রুবাবা দৌলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করে।
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন