স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, অনিশ্চয়তায় বার্সা-ইন্টার সেমিফাইনাল
Published: 29th, April 2025 GMT
স্পেন ও পর্তুগালজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে জনজীবন। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। অনিশ্চয়তায় পড়েছে চ্যাম্পিয়ন্স লিগের বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল—বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার প্রথম লেগ।
বার্সেলোনার হোম গ্রাউন্ডে আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই হাইভোল্টেজ ম্যাচের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। তবে চলমান পরিস্থিতিতে ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, বিদ্যুৎ বিভ্রাটে স্পেনজুড়ে ট্রেন চলাচল, বিমান যাত্রা, এবং হাসপাতালসহ জরুরি সেবাসমূহ ব্যাহত হচ্ছে। বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় ইন্টার মিলানের নির্ধারিত মঙ্গলবার বিকেলে স্পেনে পৌঁছানোর পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব কেবল ফুটবলেই নয়, পড়েছে অন্যান্য খেলায়ও। মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টে গ্রেগর দিমিত্রোভ ও জ্যাকব ফার্নলির মধ্যকার ম্যাচ দ্বিতীয় সেটে এসে স্থগিত হয়ে যায়। পরে পুরো দিনের খেলা বাতিল ঘোষণা করে আয়োজকরা।
এছাড়া, বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা সোমবার উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে সুইজারল্যান্ডের নিয়নে যাওয়ার কথা থাকলেও ফ্লাইট বিঘ্নিত হওয়ায় সময়মতো যাত্রা শুরু করতে পারেননি।
এখনও পর্যন্ত ম্যাচ সংক্রান্ত বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে তারা জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্পেনে গতকাল রাত থেকে বার্সেলোনা ও রাজধানী মাদ্রিদের কিছু অংশে বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। স্পেনের জাতীয় গ্রিড অপারেটর জানিয়েছে, সোমবার গভীর রাত পর্যন্ত প্রায় ৬১% বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম ল ন ত হওয়
এছাড়াও পড়ুন:
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য ৩ চিকিৎসকের
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এ দিন শিশুকে চিকিৎসা প্রদানকারী তিন চিকিৎসক সাক্ষ্য দেন। তারা হলেন– মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ডা. সোহাস হালদার, নাকিবা সুলতানা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ইসরাত জাহান। তারা সবাই শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল মর্মে সাক্ষ্য প্রদান করেন।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে মামলার ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, বিগত চার কার্যদিবস একটানা সাক্ষ্য গ্রহণ চলেছে। এ নিয়ে মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হবে। আগামী রোববার মামলার তদন্ত কর্মকর্তা বাদে অন্য সব সাক্ষী সাক্ষ্য দেবেন। বুধবার আসামিপক্ষের আইনজীবী স্বাধীনভাবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। তিনি আদালতে আসামিরা নির্দোষ বলে যুক্তি উপস্থাপন করেন। আসামিরাও নিজেদের নির্দোষ দাবি করেছেন।
বেড়াতে এসে ৬ মার্চ রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। এই ধর্ষণের ঘটনা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে ঢাকা সিএমএইচে তাকে ভর্তি করা হয়েছিল। ১৩ মার্চ শিশুটি সেখানে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বড় মেয়ের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন। রিমান্ডে হিটু শেখ ধর্ষণের কথা স্বীকার করেছে।