ম্যানসিটির সঙ্গে গত বছর নতুন করে দুই মৌসুমের জন্য চুক্তি নবায়ন করেছেন পেপ গার্দিওলা। ওই চুক্তি শেষে তিনি ফুটবল থেকে বিরতি নেবেন বলে জানিয়েছেন। এমনকি অবসরও নিয়ে ফেলতে পারেন সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ।

উলভসের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর গার্দিওলা বলেন, ‘আমি চাই মানুষ আমাকে মনে রাখুক। কীভাবে রাখবে তা জানি না। ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে আমি বিশ্রাম নেব। এটা নিশ্চিত। কোচিং থেকে অবসর নেব কিনা তা এখনই বলতে পারছি না। তবে একটা ছুটি নিতে যাচ্ছি।’

কোচ হিসেবে মনে রাখতে হবে, এমন চিন্তা নিয়ে কোচিং করান না বলেও উল্লেখ করেছেন ম্যানসিটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা জেতা গার্দিওলা, ‘সব কোচই স্মরণীয় চাকরি চায়। আমি মনে করি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানসিটির ভক্তরা আমাদের খেলা উপভোগ করেছে। তবে আমি এও মনে করি, স্মরণ করা হবে এই চিন্তা মাথায় নিয়ে কাজ করা উচিত নয়।’

ম্যানসিটির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে পেপ গার্দিওলার। স্প্যানিশ এই কোচ গত বছর সিটিজেনদের সঙ্গে চুক্তি নবায়ন করায় তার সংসার ভাঙতে বসেছিল বলে সংবাদ মাধ্যম দাবি করেছে। কারণ তার স্ত্রী ও ছোট সন্তান কাতালুনিয়ায় বসবাস করেন। তারা চেয়েছিলেন, গার্দিওলা চলতি মৌসুম শেষে স্পেনে ফিরে আসবেন। কিন্তু পেপ তা না করে নতুন চুক্তি করায় তার স্ত্রী ক্রিস্টিনা বিচ্ছেদের আবেদন করেছিলেন।

সংবাদ মাধ্যম দাবি করেছে, স্ত্রী বিচ্ছেদের আবেদন করায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে প্রতি সপ্তাহে পেপ গার্দিওলা স্পেনে গিয়ে স্ত্রী-সন্তানকে সময় দিয়ে আসবেন এই শর্তে তার স্ত্রী বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন। সাবেক বার্সেলোনা ও স্পেন মিডফিল্ডার তাই চুক্তির মেয়াদ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল

এছাড়াও পড়ুন:

ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে

হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?

মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।

আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫

টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।

অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে