বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ব্যক্তিগত ইস্যু আখ্যা দিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানিয়েছেন, এ সবের মাধ্যমে ক্রিকেটের ইমেজ নষ্ট করা হচ্ছে। 

শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনয়াতনে  ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনে’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে রাইজিংবিডির মুখোমুখি হন আমিনুল হক।  ফারুক আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন করলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

“আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। এটা বোর্ড ও সংশ্লিষ্ট যারা আছে তারা দায়িত্ব নেবে।”

আরো পড়ুন:

জাওয়াদের আরেকটি ‘মাস্টারক্লাস’ সেঞ্চুরিতে বাংলাদেশের জয়

নির্বাচন করে বিসিবিতে আসা নিয়ে তামিমের কঠোর বার্তা

কিন্তু এ সময়ে বিসিবি প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা  এমন অভিযোগ কি আপনি প্রত্যাশা করেছেন? এমন প্রশ্নে আমিনুল হক জানান, বোর্ড প্রেসিডেন্টের ব্যক্তিগত ইস্যু টেনে আসলে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

“আমি বলছি কারও ব্যক্তিগত ইস্যুকে সামনে টেনে এনে আমাদের ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্থ না হয়। ক্রিকেট বাংলাদেশের একটি সম্পদ। ক্রিকেটকে নিয়ে সবাই স্বপ্ন দেখে। ক্রিকেট সামনে আরও অনেক ভালো কিছু করবে।“ 

“এখানে আমার মনে হচ্ছে বোর্ডের ভেতরের ব্যক্তিগত কিছু ইস্যু সামনে এনে আমরা মনে হয় আমাদের ক্রিকেটের ইমেজকে নষ্ট করছি”-আরও যোগ করেন আমিনুল। 

বাংলাদেশের সাবেক এই তারকা ফুটবলার আহ্বান করেছেন ক্রিকেটের  অবস্থান সুদৃড় রাখার জন্য, “আমি সবার কাছে আহ্বান করবো  সবার আগে আমাদের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটের বহিরবিশবে যে অবস্থান, সেটাকে সুদৃড় রাখার জন্য চেষ্টা করবো।”

ক্রিকেট বোর্ডের অর্থ এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে স্থানান্তরের অভিযোগ থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবসা নিয়ে কারসাজির অভিযোগ ওঠে ফারুক আহমেদের বিরুদ্ধে। 

এদিকে আজ বিকেলে মিরপুর শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দেন বিসিবি প্রেসিডেন্ট।  

ফারুক আহমেদ আহ্বান করেছেন গঠনমূলক সমালোচনা করার জন্য, “এটা আমার সবার কাছে রিকুয়েস্ট থাকবে, কেননা আমি এমন এক জন মানুষ, আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড।”  

“কিন্তু, কিছু বিষয় আছে আননেসেসারি সমালোচনা; আশা করি, না করলেই ভালো। আমাদের মেইন ফোকাসটা সরে যায় তাহলে। আমার মেইন দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া, ওইগুলোতে আমার যে ত্রুটিগুলো আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব, তারপরে বাকি কাজ,” যোগ করেন ফারুক আহমেদ।” 

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ র ক আহম দ আম দ র আম ন ল

এছাড়াও পড়ুন:

শাহবাগে ছাত্রদলের সমাবেশে বক্তব্য রাখছেন নেতারা

জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ছাত্রসমাবেশ শুরু হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টায় সমাবেশ শুরু হয়।

সমাবেশে বক্তব্য দিচ্ছেন ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা। এছাড়া বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান খান সোহেল।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন।

আরো পড়ুন:

শাহবাগে ছাত্রদলের সমাবেশ চলছে

১৬ বছর বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি: নিপুণ রায়

এর আগে সকাল সাড়ে ১১টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন। সমাবেশে সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ