ফারুকের বিরুদ্ধে অভিযোগ ‘ব্যক্তিগত ইস্যু’, ক্রিকেটের ইমেজ নষ্ট করা হচ্ছে: আমিনুল
Published: 3rd, May 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ব্যক্তিগত ইস্যু আখ্যা দিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানিয়েছেন, এ সবের মাধ্যমে ক্রিকেটের ইমেজ নষ্ট করা হচ্ছে।
শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনয়াতনে ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনে’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে রাইজিংবিডির মুখোমুখি হন আমিনুল হক। ফারুক আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন করলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।
“আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। এটা বোর্ড ও সংশ্লিষ্ট যারা আছে তারা দায়িত্ব নেবে।”
আরো পড়ুন:
জাওয়াদের আরেকটি ‘মাস্টারক্লাস’ সেঞ্চুরিতে বাংলাদেশের জয়
নির্বাচন করে বিসিবিতে আসা নিয়ে তামিমের কঠোর বার্তা
কিন্তু এ সময়ে বিসিবি প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ কি আপনি প্রত্যাশা করেছেন? এমন প্রশ্নে আমিনুল হক জানান, বোর্ড প্রেসিডেন্টের ব্যক্তিগত ইস্যু টেনে আসলে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
“আমি বলছি কারও ব্যক্তিগত ইস্যুকে সামনে টেনে এনে আমাদের ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্থ না হয়। ক্রিকেট বাংলাদেশের একটি সম্পদ। ক্রিকেটকে নিয়ে সবাই স্বপ্ন দেখে। ক্রিকেট সামনে আরও অনেক ভালো কিছু করবে।“
“এখানে আমার মনে হচ্ছে বোর্ডের ভেতরের ব্যক্তিগত কিছু ইস্যু সামনে এনে আমরা মনে হয় আমাদের ক্রিকেটের ইমেজকে নষ্ট করছি”-আরও যোগ করেন আমিনুল।
বাংলাদেশের সাবেক এই তারকা ফুটবলার আহ্বান করেছেন ক্রিকেটের অবস্থান সুদৃড় রাখার জন্য, “আমি সবার কাছে আহ্বান করবো সবার আগে আমাদের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটের বহিরবিশবে যে অবস্থান, সেটাকে সুদৃড় রাখার জন্য চেষ্টা করবো।”
ক্রিকেট বোর্ডের অর্থ এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে স্থানান্তরের অভিযোগ থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবসা নিয়ে কারসাজির অভিযোগ ওঠে ফারুক আহমেদের বিরুদ্ধে।
এদিকে আজ বিকেলে মিরপুর শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দেন বিসিবি প্রেসিডেন্ট।
ফারুক আহমেদ আহ্বান করেছেন গঠনমূলক সমালোচনা করার জন্য, “এটা আমার সবার কাছে রিকুয়েস্ট থাকবে, কেননা আমি এমন এক জন মানুষ, আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড।”
“কিন্তু, কিছু বিষয় আছে আননেসেসারি সমালোচনা; আশা করি, না করলেই ভালো। আমাদের মেইন ফোকাসটা সরে যায় তাহলে। আমার মেইন দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া, ওইগুলোতে আমার যে ত্রুটিগুলো আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব, তারপরে বাকি কাজ,” যোগ করেন ফারুক আহমেদ।”
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ র ক আহম দ আম দ র আম ন ল
এছাড়াও পড়ুন:
‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু
রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামে এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বিকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে সিনেমাটির শুটিং চলছে; সেখানেই মনির অসুস্থবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা।
রায়হান রাফী গণমাধ্যমে দাবি করেছেন, মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন। সকালের দিকেই তিনি (মনির) হার্ট অ্যাটাক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানায়নি। অল্প বয়সে তার এমন মৃত্যু আমাদের জন্য কষ্টকর। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি। আমরা চেষ্টা করব তার পরিবারের পাশে থাকার।
সহকারী ফাইট ডিরেক্টর ও স্টান্টম্যান নেপালীর সঙ্গে কাজ করতেন মনির। অসুস্থ হওয়ার পর মনিরকে হাসপাতালে নিয়েছিলেন নেপালী।
মনির ঢাকার নারায়ণগঞ্জে থাকতেন। বেশ কয়েকবছর ধরেই স্টান্টম্যান হিসেবে চলচ্চিত্রাঙ্গনে তিনি কাজ করছিলেন।
আসছে ঈদে ‘তাণ্ডব’ সিনেমার মুক্তির কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।