এক মৌসুমে সবচেয়ে বেশি গোল, নিজেদের রেকর্ড ভাঙতে পারবে কি বার্সা
Published: 5th, May 2025 GMT
লা লিগায় বার্সেলোনার হাতে আছে আরও ৪ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ফিরতি লেগও বাকি। ফিরতি লেগ জিততে পারলে ফাইনাল। অর্থাৎ চলতি মৌসুমে সম্ভাব্যতা বিচারে বার্সার হাতে আছে আরও ৬ ম্যাচ। রেকর্ডটি গড়তে এই ৬ ম্যাচে বার্সার চাই ৩১ গোল। অর্থাৎ ম্যাচপ্রতি চাই ৫.১৬টি করে গোল, যা অঙ্কের হিসাবে সম্ভব হলেও ফুটবল খেলার ‘ল অব অ্যাভারেজ’ অনুযায়ী প্রায় অসম্ভব।
আরও পড়ুন‘পাসপোর্ট সময়মতো না আসায়’ ইউরো জেতা হয়নি রাফিনিয়ার১ ঘণ্টা আগেতাই বলে কি রেকর্ডটির পিছু ছুটবে না বার্সা? নাহ, সেটা হতেই পারে না! চলতি মৌসুমে হান্সি ফ্লিকের দল মাঠে চোখধাঁধানো ফুটবল খেলছে, সেই আত্মবিশ্বাস থেকে লামিনে ইয়ামাল-রাফিনিয়ারা অন্তত এ রেকর্ডের পিছু ছুটতেই পারেন। হোক বা না হোক, অন্তত নিজেদের দৌড়টা কত দূর, তা মেপে নিতে পারে ফ্লিকের দল।
প্রশ্ন হচ্ছে কিসের রেকর্ড? এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার সর্বোচ্চ গোলের রেকর্ড। সেটা পেপ গার্দিওলার বার্সার দখলে। ২০১১-১২ মৌসুম ছিল বার্সা কোচ হিসেবে গার্দিওলার শেষ মৌসুম। সেবার ৬৪ ম্যাচে ১৯০ গোল করেছিলেন লিওনেল মেসিরা, যা একুশ শতকে ইউরোপিয়ান রেকর্ডও।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর ড
এছাড়াও পড়ুন:
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে কখন
এশিয়া কাপে বাংলাদেশ দল এখন সুপার ফোরে। গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সব কটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ সেরা হয়েছে শ্রীলঙ্কা। আর দুই ম্যাচ জেতা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে হয়েছে রানার্সআপ।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। এই চার দল নিয়ে সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর। শেষ হবে ২৬ সেপ্টেম্বর। আর টুর্নামেন্ট ফাইনাল ২৮ সেপ্টেম্বর। সুপার ফোরে প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে একবার করে খেলবে। অর্থাৎ এই রাউন্ডে সবাই খেলবে তিনটি করে ম্যাচ।
সুপার ফোরে বাংলাদেশ ম্যাচের সূচিসুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল, শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে। একই মাঠে ২৪ সেপ্টেম্বর ভারত ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল। বাংলাদেশের তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে।