বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোরে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে গ্র্যাজুয়েটিং অফিসারদের মধে৵ পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ৮৬তম বাফা কোর্সসহ বিভিন্ন কোর্সের একজন নারী কর্মকর্তাসহ ৪৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কুচকাওয়াজের নেতৃত্ব দেন সিনিয়র আন্ডার অফিসার মো.

মুতাসিম বিল্লাহ। তিনি ‘সোর্ড অব অনার’ ও ‘কমান্ড্যান্টস ট্রফি’ লাভ করেন।

কুচকাওয়াজ শেষে ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারা জাম্পিং প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল, মহাসচিব নাজমুল

সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন আইএসপিএবির ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহীর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম। মহাসচিব হয়েছেন কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা।

প্রসঙ্গত, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৭ মে। নির্বাচনে আইএসপি ইউনাইটেড প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিজয়ীরা সবাই পরিচালক হিসেবে নির্বাচিত হন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) ও সদস্যদ্বয় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. এরশাদ হোসেন রাশেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাকিব হোসেনের তত্ত্বাবধানে সোমবার (১৯ মে) নির্বাচিত সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন পরিচালক ও সহযোগী সদস্য শ্রেণি থেকে চার জন পরিচালকসহ সব মিলিয়ে ১৩ জন পরিচালকের মধ্যে পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হয় আইএসপিএবি সচিবালয়ে।

কার্যনির্বাহী পরিষদের পরিচালকদের মধ্যে পদবণ্টনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী ফল ঘোষণা করেন। এ সময় আইএসপিএবির কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কর্মকর্তা ও পরিচালকরা ও অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, সহসভাপতি মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব-১ সার্কেল নেটওয়ার্কের সিইও মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব-২ ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ রেড ডাটা (প্রা.) লিমিটেডের সিইও মঈন উদ্দিন আহমেদ।

অন্যদিকে পরিচালক নির্বাচিত হয়েছেন ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো. মিঠু হাওলাদার, এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ ও তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন, এম/এস জুবায়ের আইটি এক্সপার্টের মো. জুবায়ের ইসলাম ও সবুজ বাংলা অনলাইনের এসএম সাইফুল ইসলাম সেলিম।

সম্পর্কিত নিবন্ধ

  • মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা: সেনাপ্রধান
  • মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে: সেনাপ্রধান
  • নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত
  • রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১০
  • রাজধানীর মাটিকাটা এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১০
  • আইএসপিএবির নতুন সভাপতি আমিনুল, মহাসচিব নাজমুল
  • আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি-মহাসচিব নির্বাচিত
  • আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল, মহাসচিব নাজমুল