মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির সুযোগ
Published: 26th, May 2025 GMT
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স পদে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা-ইন-নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। এ পদে বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
আবেদনকারীর বয়স ২৪ মে তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়।
সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।
প্রার্থীর দেওয়া কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদন ফরমের প্রিন্ট কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
আবেদনের সময়সীমাআবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ২৪ মে। আবেদনের শেষ সময় ২৬ জুন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
না’গঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগারের তালিকাভূক্ত হল কাব্যছন্দ পাঠাগার
সমাজের সকল বয়সী ও শ্রেণীপেশার মানুষদের মাঝে অবসর সময়ে সুস্থ বিনোদনে বই পাঠের অভ্যাস গড়ে তুলতে সৃজনশীল সাহিত্য চর্চা এবং দেশীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সহ সামাজিক সেবামূলক নানা বিষয়ে নিরলসভাবে কাজ করার প্রত্যাশা নিয়ে ২০২৩ সালে কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র নারায়ণগঞ্জ ও কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ নামে এর যাত্রা শুরু হয়।
অরাজনৈতিক সামাজিক ও মানবিক সেবামূলক এ সংগঠনটি কাজের ধারাবাহিকতাকে আরো গতিশীল করতে গণগ্রন্থাগার অধিদপ্তর আওতাধীন পরিচালিত নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগার কর্তৃক কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার (কাসাসচপা) নারায়ণগঞ্জ নামে পাঠাগার তালিকাভূক্তিকরণ সনদপত্র প্রদান করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র এর হাত থেকে তালিকাভূক্তিকরণ সনদপত্র গ্রহণ করেন কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার, নারায়ণগঞ্জ কমিটির সভাপতি কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু।
এসময় উপস্থিত ছিলেন, পাঠাগারের সাধারণ সম্পাদক কবি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহম্মেদ খোকন, কোষাধ্যক্ষ মোঃ শিপন জোমাদ্দার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এ. এস. এম. এনামুল হক প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা প্রমূখ।
তালিকাভূক্তিকরণ সনদ প্রদানকালে নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র পাঠাগারের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
সনদপত্র গ্রহণ শেষে মোঃ শফিকুল ইসলাম আরজু তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ এই দিগন্ত বই ও কাব্যছন্দ সাহিত্য সাময়িকী সংখ্যাটি লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র এর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে সৌজন্য সংখ্যা তুলে দেন।