আইন উপদেষ্টাকে আহ্বায়ক করে তিন সদস্যের পর্যালোচনা কমিটি
Published: 4th, June 2025 GMT
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারির পরিপ্রেক্ষিতে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং আন্দোলনরত সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে শীঘ্রই সুচিন্তিত সুপারিশ প্রণয়নের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং মন্ত্রিপরিষদ সচিব ড.
প্রজ্ঞাপনে বলা হয়, গঠিত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য নিতে পারবে। এটি অবিলম্বে কার্যকর হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘গুলবাহার’ হয়ে ধরা দিলেন আরোহী মিম
ছবি: ফেসবুক