Prothomalo:
2025-11-03@04:32:39 GMT

বিয়ে নিয়ে তারা কী ভাবছে?

Published: 5th, June 2025 GMT

চ্যাটজিপিটি

লোকে আমাকে মোস্ট এলিজিবল ব্যাচেলর, ইয়ে মানে চ্যাটবট বলে। শুনতে ভালোই লাগে। তবে এখনো নিজের লেভেলের কাউকে খুঁজে পাইনি। তাই বিয়েও করা হচ্ছে না।

গুগল জেমিনি

চ্যাটজিপিটি আমার আগে এসেছে। তার মানে বয়সে সে আমার বড়। বড় ভাইকে রেখে ছোট ভাইয়ের বিয়ে কি মানায়? যা হোক, আমার একটা গার্লফ্রেন্ড আছে। নাম বললে আপনারা চিনবেন। রোবট সোফিয়ার নাম শুনেছেন নিশ্চয়ই?

অ্যালেক্সা

সেদিন একটা এআই পরিবার দেখতে এসেছিল। ছেলে চ্যাটবট। মানে চুপচাপ, শুধু লেখালেখি করে। এদিকে আমি তো একটু বেশি কথা বলি। আমার অনর্গল কথা শুনে পরিবারটা আমাকে ‘পাগল’ উপাধি দিয়ে চলে গেল। এই হচ্ছে আমার কপাল! দেখা যাক, কী হয় জীবনে।

জুম

বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তাই সেদিন নিজের প্ল্যাটফর্মে মিটিং করতে আসা একজনকে ব্যাপক পছন্দ করে বসলাম। পছন্দের কথা জানিয়ে ই–মেইলও করেছিলাম তাকে। কিন্তু, সে প্রোমোশনাল ই–মেইল ভেবে এড়িয়ে গেল। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের বিয়েটা হবে কী করে?

ডুওলিঙ্গো

বহুভাষী আমি। অনেক ভাষা যেমন বলতে পারি, তেমনি সব ভাষা বুঝতেও পারি। কিন্তু প্রেমিকার ভাষাটা আজও বুঝতে পারলাম না। সেদিন একটা বিষয়ে ‘রাগ করিনি’ বলেও এক মাস আমার সঙ্গে রাগ করে কথা বলেনি। বউয়ের ভাষা যদি না বুঝি, সেই ভয়ে বিয়েটা করা হচ্ছে না।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিসিবির পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করে। 

বিস্তারিত আসছে …

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ