আজ পবিত্র ঈদুল আজহার ষষ্ঠ দিন। আজও ছোট পর্দায় রয়েছে নানা আয়োজন। আছে একক ও ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, গান, তারকা আড্ডাসহ নানা আয়োজন। জেনে নেওয়া যাক এসব আয়োজনের খোঁজ- খবর।

চ্যানেল আই: বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘সেলিব্রিটি’। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘জনমে জনমে’। অভিনয়ে ইয়াশ রোহান, নাজনীন নীহা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘পাতক’। অভিনয়ে সায়েদ জামান শাওন, রিয়ামনি। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘ফেরারি মন’। অভিনয়ে জোভান, পড়শী।

এটিএন বাংলা: বেলা ১টা ২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘ঝুমুর ঝুমুর নূপুর বাজে’। বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটক তিন বোন। অভিনয়ে রাফসান ইমতিয়াজ, সায়লা সাথী। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক বংশীয় চোর। অভিনয়ে জামিল হোসেন, মুনমুন। রাত ৮টা ৫০ মিনিটে নাটক নীল রঙের শার্ট। অভিনয়ে পার্থ শেখ, আইশা খান। রাত ১১টায় টেলিফিল্ম আই হেট ইউ। অভিনয়ে আরশ খান, প্রিয়ন্তী উর্বী।

আরো পড়ুন:

শতাধিক দেশ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখছেন দর্শক

‘তাণ্ডব’র প্রদর্শনী বন্ধ, আপনি আছেন বন্দর নিয়ে?’ সরকারের প্রতি নিপুণের প্রশ্ন

এনটিভি: বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম জয়িতার দিনরাত্রি। অভিনয়ে তানিয়া বৃষ্টি, শরাফ আহমেদ জীবন। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘ফুল প্যাকেজ’। অভিনয়ে মারজুক রাসেল, মাহা। রাত ৯টা ১০ মিনিটে একক নাটক ‘তোমাকেই চাই’। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘পূর্ণতা’। অভিনয়ে নিলয়, হিমি।

আরটিভি: বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’। শিল্পী: শফি মণ্ডল, মেজবাহ বাপ্পী, বাউল, তৃপ্তি বাড়ৈ। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘উরাধুরা গোল্ডকাপ’। অভিনয়ে মারজুক রাসেল, সামান্তা পারভেজ। রাত ৮টায় একক নাটক ‘ধড়িবাজ’। অভিনয়ে আবদুন নূর সজল, আইশা খান। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক আতঙ্ক ২। অভিনয়ে মারজুক রাসেল, সামান্তা পারভেজ।

বাংলাভিশন: বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘উরাধুরা ওয়াও কাপল’। অভিনয়ে মোশাররফ করিম, মিম চৌধুরী। বিকেল ৫টা ৪০ মিনিটে নাটক চলো ‘একসাথে বাঁচি’। অভিনয়ে পার্থ শেখ, আইশা খান। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘আমার গার্লফ্রেন্ড’। অভিনয়ে আরশ খান, টিনা। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘পাগল প্রেম’। অভিনয়ে আরশ খান, প্রিয়ন্তী উর্বী। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ‘গেস্ট ইন থাইল্যান্ড’। অভিনয়ে নিলয়, হিমি।

বৈশাখী টেলিভিশন: বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: আতিয়া আনিসা ও অয়ন চাকলাদার। বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন ‘অন্য রকম ঈদ আনন্দ’। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’। অভিনয়ে তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক ‘না বলা কথা’। অভিনয়ে পার্থ শেখ, তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘ট্রাক ড্রাইভার’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি।

মাছরাঙা টেলিভিশন: সকাল ৭টায় ‘রাঙা সকাল’। অতিথি: সংগীতশিল্পী তাসনিম আনিকা। রাত ১০টা ২০ মিনিটে নাটক মন বদল। অভিনয়ে জোভান, তটিনী। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম অঘটনঘটনপটীয়সী। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, নাদিয়া মীম।

দীপ্ত টিভি: সন্ধ্যা ৭টায় একক নাটক পাখি গো নাম ধরে ডাকো। অভিনয়ে আরশ খান, প্রিয়ন্তী উর্বী। রাত ৮টায় একক নাটক কেন দেখা হলো না। অভিনয়ে রিচি সোলায়মান, মীর রাব্বি, মাহিমা। রাত ১০টায় একক নাটক আমাতে অস্পষ্ট তুমি। অভিনয়ে জাহিদ হাসান, তনিমা হামিদ। রাত ১১টা ১০ মিনিটে মিউজিক্যাল অনুষ্ঠান ‘দীপ্ত মিউজিক স্টুডিও’।

নাগরিক টেলিভিশন: রাত ৮টায় ‘তারকা আড্ডা’। অতিথি: তাবাসসুম ছোঁয়া। রাত ৯টায় নাটক বেতন হবে কবে। অভিনয়ে চাষী আলম, অর্পা। রাত ১০টায় ‘তারায় তারায়’। অতিথি: মুমতাহিনা টয়া। রাত ১১টায় লাইভ মিউজিক্যাল শো ‘বাংলা বাউল’। শিল্পী: লায়লা।

দুরন্ত টিভি: বিকেল ৫টা ও রাত ৮টায় নাটক হৈ হৈ হল্লা: সিজন ৩। অভিনয়ে আবুল হায়াত, কাজী আফরা ইভিলিনা, সমাদৃতা প্রহর। সকাল ৯টা ৩০ মিনিট ও বেলা ২টা ৩০ মিনিটে রান্নাবিষয়ক নাটক রাঁধিবাড়ি খাইদাই: সিজন ২। অভিনয়ে রামিজ রাজু, সুকন্যা, অরণ্য শুদ্ধ। বেলা ১টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। সকাল ৮টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিশুদের মিউজিক্যাল শো ‘দুরন্তপনা’। সন্ধ্যা ৭টায় গেম শো ‘মা-বাবাই সেরা’। রাত ৮টা ৩০ মিনিটে গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’।

নেক্সাস টেলিভিশন: রাত ৯টা ৩০ মিনিটে সেলিব্রিটি টক শো ‘কাট আনকাট’। অতিথি: মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৪ আনিকা আলম।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন টক ট ভ ন টক ১০ ম ন ট ৩০ ম ন ট ৪০ ম ন ট র ত ১০ট আরশ খ ন র ত ১১ট ক ন টক

এছাড়াও পড়ুন:

মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে একটি মসজিদে ঢুকে ভাঙচুর ও মুসল্লিদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (২ নভেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে হামলা ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

লাকসামে অস্ত্রের মুখে এতিমখানার ৫ গরু লুট, আহত ৮

লিখিত অভিযোগে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করেন। তারা ইমাম শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, ‘আজ থেকে এই মসজিদে আর আযান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আর আযান হবে না।’ ইমাম এই কথার প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি দেখান। আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে অভিযুক্তরা মসজিদের মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়াসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন।

এসময় হাবিবুর রহমান ও কাজল মিয়া নামে দুই মুসল্লি বাঁধা দিতে গেলে তাদেরকেও মারধর করেন নেশাগ্রস্তরা। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফ আলী বলেন, “এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং এ নিয়ে থানায় একটি লখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, “মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ