ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা, বিতর্ক, শঙ্কা ও রাজনীতির টানাপোড়েন নতুন সমীকরণে পৌঁছেছে। গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দীর্ঘ নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকের পর উভয় পক্ষ আলোচনার ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে যৌথ বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে।

প্রধান উপদেষ্টা বারবারই বলছিলেন, কম সংস্কার হলে ২০২৫ সালের ডিসেম্বর, আর প্রয়োজনীয় সব সংস্কার করতে হলে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে তিনি আগের অবস্থান থেকে সরে এসে জানান, নির্বাচন হবে এপ্রিল মাসে। পবিত্র রমজান, পাবলিক পরীক্ষা, প্রতিকূল আবহাওয়া ইত্যাদি কারণে এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজন দুরূহ জানিয়ে প্রকাশ্যেই আপত্তি জানায় বিএনপি। বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব আগে থেকেই বাড়ছিল; লন্ডনের বৈঠক আপাতদূরত্ব কমিয়ে পরিস্থিতিকে নির্বাচনমুখী ও পারস্পরিক আস্থা-নির্ভরতার পাটাতনে দাঁড় করিয়েছে।

আমরা ঘরপোড়া গরু; সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। নির্বাচন নিয়ে সরকারি ছলচাতুরী গত দেড় দশকে এত বেশি হয়েছে যে, এ সংক্রান্ত প্রতিশ্রুতি সহজে বিশ্বাস হতে চায় না। যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে’ (সমকাল, ১৪ জুন, ২৫)। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে? কে সম্পন্ন করবে সব প্রস্তুতি? সরকারপ্রধানকে এই ঘোষণা দিতে হচ্ছে কেন? এটি তো সরকারের সিদ্ধান্তের ব্যাপার– ফেব্রুয়ারির আগে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে তৎপর করবে; জবাবদিহির আওতায় আনবে এবং নির্বাচনের সমতল মাঠ প্রস্তুত করতে ইসিকে সহায়তা করবে। তা না করে যৌথ বিবৃতিতে কেন এই দ্বিধান্বিত উচ্চারণ– ‘সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে’? সংস্কার ও বিচার প্রয়োজন নয়, অনিবার্য– করতেই হবে!
গণঅভ্যুত্থানের রক্তে রঞ্জিত দায়িত্বপ্রাপ্ত সরকার, ইতোমধ্যে দশ মাস অতিক্রান্ত! মাননীয় সরকারপ্রধান, সংস্কার ও বিচার বিষয়ে আপনারা এ যাবৎ কী কী কর্তব্য সম্পাদন করেছেন, তা জনসমক্ষে জানিয়ে দিন! সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। সব কর্তব্য সম্পন্ন করা নিশ্চয়ই আগামী সাত-আট মাসে সম্ভব নয়। তবে এ বিষয়ে দৃষ্টিগ্রাহ্য পদক্ষেপ জাতির সামনে স্পষ্ট  হতে হবে। ‘যদি সম্ভব হয়’ জাতীয় আধোবুলিতে নয়; এটি গণঅভ্যুত্থান বিজয়ী জাতির কাছে দৃষ্টিগ্রাহ্যভাবে উপস্থাপন করতে হবে এবং তা নির্বাচনের বেশ আগেই।

২.


তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগে বুধবার লন্ডনের পররাষ্ট্রনীতিবিষয়ক থিঙ্কট্যাঙ্ক চ্যাথাম হাউসে আলাপচারিতায় ড. মুহাম্মদ ইউনূসকে সঞ্চালক প্রশ্ন করেন– জুলাই সনদ হচ্ছে। সমালোচকরা বলছেন, অনেক রাজনৈতিক দলকে এর বাইরে রাখা হচ্ছে। যারা এর সঙ্গে একমত নয়, যেমন আওয়ামী লীগ; তাদের জন্য কোনো জায়গা রাখছেন না। সুতরাং মানুষকে কোনো বিকল্প দেওয়া হচ্ছে না। তারা বলছে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটা ঐকমত্য সম্পর্কে অনেক কথায় সুন্দরভাবে মোড়ানো বাংলাদেশের জন্য একটি কর্তৃত্ববাদী পদক্ষেপ। জবাবে মুহাম্মদ ইউনূস বলেন, ‘ঠিক আছে। এ নিয়েও বিতর্ক আছে। বিতর্ক হলো, আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? যদি তারা এভাবে রাস্তায় তরুণদের হত্যা করতে পারে, এভাবে মানুষকে গুম করতে পারে, এভাবে টাকা চুরি করতে পারে, আমরা কি তখনও এটিকে রাজনৈতিক দল বলব? সুতরাং এটি একটি বিতর্ক। এটি কোনো সিদ্ধান্ত নয়’ (প্রথম আলো, ১২ জুন, ২৫)।
প্রধান উপদেষ্টার আবেগকে শ্রদ্ধা জানাতেই হয়। চব্বিশের জুলাই-আগস্টে আওয়ামী লীগ নেতৃত্বের নির্বিচার গুলি, নৃশংসতা অবশ্যই শাস্তিযোগ্য; এর বিচার শুরুও হয়েছে। কিন্তু দেশজুড়ে তৃণমূলে আওয়ামী লীগের যে সুবিশাল কর্মী-সমর্থক; তাদেরকে সমাজের বাইরে রাখবার সিদ্ধান্ত নতুন জটিলতা নিশ্চয়ই তৈরি করবে। সমাজের একটি বড় অংশের অনুপস্থিতি বা অধিকারহীনতার বোধ জাগিয়ে রেখে গণতন্ত্রের টেকসই চর্চা কষ্টকর। আওয়ামী লীগও গত দেড় দশকে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে; শেখ হাসিনা গৃহপালিত বিরোধী দল বানিয়ে সংসদ পরিচালনা করেছেন। এমন কর্তৃত্ববাদী শাসনের পরিণতি আমরা প্রত্যক্ষ করেছি। সমাজে তাই বিকল্প অনিবার্য। পক্ষ-প্রতিপক্ষের মধ্যে সংসদে শোভন বিতর্ক হবে, ভোটারদের সামনে বেশ কয়েকটি পছন্দ করবার মতো দল ও প্রার্থী থাকবে, সুস্থ প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সুস্থ গণতন্ত্রের বিকাশ হবে। কিন্তু একটি বড় দল নিজের মতো করে ছোট দলের নেতাদের আসন ছেড়ে দেবে, নিজেরাই ঠিক করবে, তাদের বিরোধী কারা– এ নেহাত কর্তৃত্ববাদী একনায়কতন্ত্র! 

৩.
ড. ইউনূস সংস্কারের কথা শুরু থেকেই বলছেন। রাজনৈতিক দলের অভ্যন্তরে সংস্কারের কথা বলা হলেও দলগুলো তা শুনছে না; শুনবে বলেও মনে হয় না। সে ক্ষেত্রে জোর করবার যেমন উপায় নেই; তেমনি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রশ্নেও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া গণতন্ত্রের জন্য সঠিক হবে না। অবশ্যই শেখ হাসিনা জুলাই-আগস্ট অভ্যুত্থানে নৃশংস হত্যাকাণ্ডের জন্য অন্যতম অভিযুক্ত ব্যক্তি। তাঁর সহযোগীরাও এই কুকর্মের অংশীদার– এ কথাও সত্য যে আওয়ামী লীগ নেতৃত্বের কারও মধ্যে কৃতকর্মের জন্য অনুতাপ বা ক্ষমা প্রার্থনার আর্জি এ যাবৎ দেখা যায়নি। এসবের জন্য শেখ হাসিনাসহ দোষী নেতৃবৃন্দের শাস্তি অবশ্যই আদালতে নির্ধারিত হবে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে দেশের ইতিহাস-ঐতিহ্যের অন্যতম কারিগর আওয়ামী লীগ তাদের নেতৃত্বের ভুল ও অপরাধের জন্য সমাজচ্যুত হয়ে কতদিন রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে থাকবে? আওয়ামী লীগ নেতাদের হাতে প্রচুর কালো টাকা আছে; তারা সমাজে অস্থিরতা তৈরিতে তা ব্যবহার করছেন; আগামীতেও করবেন– এই ধারণা নিয়েও তাদের সকলকে সমাজ থেকে বের করে দেওয়া সম্ভব নয়। 

এটিও সত্য, ক্ষমতার কাছাকাছি পৌঁছুতে পারলেই রাজনৈতিক নেতারা নিজেকে আইনকানুনের ঊর্ধ্বে মনে করেন। গত ৬ জুন পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অবরুদ্ধ হন। তাঁকে উদ্ধার করতে সেনাবাহিনীর সদস্যরা যান। এ সময় পটুয়াখালী-৪ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারীরা অস্ত্র নিয়ে তাঁর ওপর আক্রমণ করে। হাসান মামুন সংবাদমাধ্যমকে বলেন, ‘নুরুল হক এলাকায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।’

কেউ উস্কানিমূলক বক্তব্য দিলেই আইন নিজের হাতে তুলে নিতে হবে? বিএনপি বেশ কয়েকটি আসনে এরই মধ্যে মিত্র দলের সাংগঠনিক কাজ চালানোর সুযোগ দেওয়ার জন্য স্থানীয় নেতাদের চিঠি দিয়েছে। তারপরও এই পরিস্থিতি! ক্ষমতার চৌহদ্দিতে থাকলে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতাই গণতন্ত্রের সত্যকে সমূলে বিনষ্ট করে। রাজনীতিতে একটি দলের প্রাধান্য কোন পর্যায়ে বিস্তৃত হলে সেই দলকে চিঠি দিয়ে তার কর্মীদের বলতে হয়– অন্য সংগঠনের অমুককে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দাও! এটাকে আমরা গণতান্ত্রিক বাস্তবতা বলি কী করে? বহুমতের প্রাণবন্ত উপস্থিতিতে নির্বাচন অর্থবহ হবে– আগামী নির্বাচনে সংস্কার প্রশ্নে এই বিষয়টি গভীরভাবে অংশীজনের ভাবনায় আনা তাই জরুরি।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক
mahbubaziz01@gmail.com

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত গণতন ত র র প রস ত ত র জন য ব তর ক ইউন স ব এনপ সরক র আওয় ম

এছাড়াও পড়ুন:

দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন: আকবর খান

ঢাকা-৮ আসনে দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। তিনি বলেন, “ভোটের অধিকার জনগণের পবিত্র আমানত, এটি সচেতনভাবে প্রয়োগ করতে হবে।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জননেতা সাইফুল হক-এর ঢাকা-৮ আসনে নির্বাচনী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন।

গণসংযোগের শুরুতে ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা হয়। 

সেখানে আকবর খান বলেন, “নির্বাচন কমিশন ও সরকারকে অবিলম্বে ভোটের গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। গত কয়েকটি জাতীয় নির্বাচনে—২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে—ঢাকা-৮ আসনের বহু নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। যে তরুণের এখন বয়স ২৫ বা ২৬, তারা কখনো ভোট দিতে পারেনি, ভোট কী তা জানে না- এটি গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

তিনি আরো বলেন, “গত ১৬-১৭ বছর ধরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমাদের নেতা সাইফুল হক জনগণের ভোটাধিকারের আন্দোলনে রাজপথে সংগ্রাম করে আসছেন। এর জন্য জেল-জুলুম, নির্যাতন সহ্য করেও তিনি থেমে থাকেননি। ভোটাধিকার গণমানুষের দীর্ঘ লড়াই ও ত্যাগের ফসল। এই অধিকার ভুল ব্যক্তিকে নির্বাচিত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।”

আকবর খান বলেন, “জননেতা সাইফুল হক গণমানুষের পরীক্ষিত নেতা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের জনগণ যেন তাকে ভোট দিয়ে নিজেদের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়ার কথা ও দীর্ঘ বঞ্চনার ইতিহাস সংসদে তুলে ধরার সুযোগ করে দেন- এটাই আমাদের আহ্বান।”

গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংক এলাকা থেকে শুরু হয়ে মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, কালভার্ট রোড হয়ে বিজয়নগরে এসে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কবি জামাল সিকদার, ফাইজুর রহমান মুনির, বাবর চৌধুরী, মহানগর নেতা যুবরান আলী জুয়েল, সালাউদ্দিন, রিয়েল মাতবর, আরিফুল ইসলাম, মুজিবুল হক চুন্নু, গোলাম রাজিব, মাহমুদুল হাসান খান, ফয়েজ ইবনে জাফর, নান্টু দাস, শিবু মহন্ত ও হুমায়ুন কবির প্রমুখ।

ঢাকা/এএএম/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ৩০০ আসনে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত: তারেক রহমান
  • গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
  • এমন তো হবার কথা ছিল না: তারেক রহমান
  • সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এখন জাতির দাবি
  • জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হবে না: সাকি
  • দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন: আকবর খান