‘আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম। হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলাম। এর মধ্যেই ছবি মুক্তি পেয়েছে।’ বলছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। 

এবারের ঈদুল আজহায় পর্দায় এসেছে তানিম নূর পরিচালিত চলচ্চিত্র উৎসব। এই সিনেমায় 'খাইস্টা জাহাঙ্গীর' চরিত্রে অভিনয় করেছেন  জাহিদ হাসান। তার চরিত্রটি দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক। তবে তাকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাস হলে হলে গিয়ে উপভোগ করতে পারেননি তিনি। কারণ । ঈদের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা। পরিস্থিতির অবনতি হলে স্থান হয় হাসপাতালের আইসিইউতে। একদিকে শরীরের ক্লান্তি, অন্যদিকে বহু প্রতীক্ষিত সিনেমার মুক্তি—দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন যেন এক নিঃশব্দ যোদ্ধা।

অবশেষে গতকাল শরীরের সঙ্গে আপস করে নয়, যেন এক লড়াই জিতে, তিনি হাজির হলেন সিনেমা হলে। সঙ্গে ছিলেন নির্মাতা, সহশিল্পী আর তাঁর প্রাণের দর্শকেরা। পর্দা জ্বলে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের হৃদয়ের দরজা খুলে দিলেন তিনি,‘আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম। হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলাম। এর মধ্যেই ছবি মুক্তি পেয়েছে।’

একটু থেমে, আরেকটু নরম হয়ে, বললেন কৃতজ্ঞতার কথা, ‘আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যে এত ভালো ভালো মন্তব্য করেছেন, দর্শকদের ছবিটি দেখানোর চেষ্টা করেছেন, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি নিজে আসতে পারছিলাম না, কিন্তু আমার সহযোদ্ধারা, ভাই-ব্রাদার, পরিবার। সবাই পাশে ছিল। তাদের উৎসাহে মনে শান্তি পেয়েছি।’

ঠিক তখনই কেউ বলে ওঠে, ‘আজ আপনার দিন, আপনি আরও কিছু বলেন।’ এই ছোট্ট আহ্বান, এই মমতামাখা ভালোবাসা যেন ছুঁয়ে যায় তাঁর হৃদয়ের গভীরতম সুরটিকে। চোখে জল আসে তাঁর। কণ্ঠে এসে জমে কাঁপা এক সত্য, ‘কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পেয়ে যায়। কেউ আদর করলে চোখে জল আসে। এটা কোনো অভিনয় নয়, সত্যি কথা। আমি অনেক ছবি করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু এভাবে কোনো ছবি আমার জীবনে আসেনি। এত ক্যামেরা, এত ভালোবাসা। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া।’

এই মুহূর্তটি যেন শুধু সিনেমার সাফল্য উদযাপন নয়, একজন শিল্পীর জীবনের গভীরতম আত্মপ্রকাশ। এক নিঃশব্দ যোদ্ধার আবেগঘন বিজয়। উৎসব এখন আর কেবল একটি সিনেমার নাম নয়। এটি হয়ে উঠেছে শিল্প ও ভালোবাসার এক অমলিন মিলনক্ষেত্র।

জাহিদ হাসানের পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন আমাদের অভিনয় ভুবনের রত্নেরা, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

উৎসব যেন এক আবেগময় ক্যানভাস, যেখানে পারিবারিক দ্বন্দ্ব, সম্পর্কের ফাটল আর মানুষের গোপন অনুভবেরা রং হয়ে ঝরে পড়ে। আর ঠিক সেখানেই জাহিদ হাসানের ‘খাইস্টা জাহাঙ্গীর’ হয়ে উঠেছেন একটি আলাদা সুর, যা শেষ দৃশ্য পেরিয়েও হৃদয়ে বাজতেই থাকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ র স ন ম কর ছ ন

এছাড়াও পড়ুন:

৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা

আগামীকাল ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ থাকবে। 

পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বিজিএমইএ তাদের সদস্যদের বিশেষভাবে অনুরোধ করেছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এই দিনটি সাধারণ ছুটি হিসেবে পালন করার জন্য।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সচিব অবসরপ্রাপ্ত মেজর মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ছুটির ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫ এর বিধি ১১০ মোতাবেক প্রতি বছর বছরের শুরুতে ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করা হয়। তবে সরকার বছরের মাঝামাঝি সময়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত ছুটি উৎসব ছুটির অন্তর্ভুক্ত ছিল না। তাই শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য উক্ত ছুটি বাধ্যতামূলক নয়। তবুও, বিজিএমইএ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকল পোশাক শিল্প কারখানাগুলোকে সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

গত ২ জুলাই সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-আদালতে ছুটি নির্ধারণ করে।

ঢাকা/নাজমুল/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • আড়াইহাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা
  • ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানকে তারুণ্যের উৎসব পালনে নির্দেশনা
  • তারুণ্যের উৎসবে যোগ দিতে সব ব্যাংককে নির্দেশ
  • ৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা
  • গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটিং প্যানেলে ৫ বাংলাদেশি
  • মোশাররফ করিমের ২৪ মিনিটের সিনেমা যুক্তরাষ্ট্রের উৎসবে
  • ১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
  • চুয়েটে দিনভর তারুণ্যের ‘তর্ক-যুদ্ধ’
  • ‘কাঁচামিঠে ফলের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন