‘আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম। হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলাম। এর মধ্যেই ছবি মুক্তি পেয়েছে।’ বলছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। 

এবারের ঈদুল আজহায় পর্দায় এসেছে তানিম নূর পরিচালিত চলচ্চিত্র উৎসব। এই সিনেমায় 'খাইস্টা জাহাঙ্গীর' চরিত্রে অভিনয় করেছেন  জাহিদ হাসান। তার চরিত্রটি দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক। তবে তাকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাস হলে হলে গিয়ে উপভোগ করতে পারেননি তিনি। কারণ । ঈদের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা। পরিস্থিতির অবনতি হলে স্থান হয় হাসপাতালের আইসিইউতে। একদিকে শরীরের ক্লান্তি, অন্যদিকে বহু প্রতীক্ষিত সিনেমার মুক্তি—দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন যেন এক নিঃশব্দ যোদ্ধা।

অবশেষে গতকাল শরীরের সঙ্গে আপস করে নয়, যেন এক লড়াই জিতে, তিনি হাজির হলেন সিনেমা হলে। সঙ্গে ছিলেন নির্মাতা, সহশিল্পী আর তাঁর প্রাণের দর্শকেরা। পর্দা জ্বলে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের হৃদয়ের দরজা খুলে দিলেন তিনি,‘আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম। হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলাম। এর মধ্যেই ছবি মুক্তি পেয়েছে।’

একটু থেমে, আরেকটু নরম হয়ে, বললেন কৃতজ্ঞতার কথা, ‘আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যে এত ভালো ভালো মন্তব্য করেছেন, দর্শকদের ছবিটি দেখানোর চেষ্টা করেছেন, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি নিজে আসতে পারছিলাম না, কিন্তু আমার সহযোদ্ধারা, ভাই-ব্রাদার, পরিবার। সবাই পাশে ছিল। তাদের উৎসাহে মনে শান্তি পেয়েছি।’

ঠিক তখনই কেউ বলে ওঠে, ‘আজ আপনার দিন, আপনি আরও কিছু বলেন।’ এই ছোট্ট আহ্বান, এই মমতামাখা ভালোবাসা যেন ছুঁয়ে যায় তাঁর হৃদয়ের গভীরতম সুরটিকে। চোখে জল আসে তাঁর। কণ্ঠে এসে জমে কাঁপা এক সত্য, ‘কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পেয়ে যায়। কেউ আদর করলে চোখে জল আসে। এটা কোনো অভিনয় নয়, সত্যি কথা। আমি অনেক ছবি করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু এভাবে কোনো ছবি আমার জীবনে আসেনি। এত ক্যামেরা, এত ভালোবাসা। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া।’

এই মুহূর্তটি যেন শুধু সিনেমার সাফল্য উদযাপন নয়, একজন শিল্পীর জীবনের গভীরতম আত্মপ্রকাশ। এক নিঃশব্দ যোদ্ধার আবেগঘন বিজয়। উৎসব এখন আর কেবল একটি সিনেমার নাম নয়। এটি হয়ে উঠেছে শিল্প ও ভালোবাসার এক অমলিন মিলনক্ষেত্র।

জাহিদ হাসানের পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন আমাদের অভিনয় ভুবনের রত্নেরা, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

উৎসব যেন এক আবেগময় ক্যানভাস, যেখানে পারিবারিক দ্বন্দ্ব, সম্পর্কের ফাটল আর মানুষের গোপন অনুভবেরা রং হয়ে ঝরে পড়ে। আর ঠিক সেখানেই জাহিদ হাসানের ‘খাইস্টা জাহাঙ্গীর’ হয়ে উঠেছেন একটি আলাদা সুর, যা শেষ দৃশ্য পেরিয়েও হৃদয়ে বাজতেই থাকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ র স ন ম কর ছ ন

এছাড়াও পড়ুন:

ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

অস্কারজয়ী হলিউড অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে প্রোভো শহরে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তার মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তিনি মারা গেছেন। অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস ও এবিসি নিউজ।

আরো পড়ুন:

আলোচনায় বাগদানের আংটি: টেইলর সুইফট-কেলসে কত টাকার মালিক?

বাগদান সারলেন গায়িকা টেইলর সুইফট

১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৭৩ ‘দ্য স্টিং’ তাকে এনে দিয়েছিল অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন।

১৯৮০ সালে ‘ওর্ডিনারি পিপল’ পরিচালনার জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন। ছবিটি সে বছর সেরা চলচ্চিত্রের পুরস্কারও পায়। ১৯৯৪ সালে ‘কুইজ শো’ পরিচালনা করে আবারও মনোনয়ন পান।

১৯৮৫ সালে তিনি ‘আউট অব আফ্রিকা’ সিনেমায় অভিনয় করেন। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে অস্কার লাভ করে। তিনি ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’ এরপর অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।

শুধু অভিনেতা-পরিচালক নন, স্বাধীন সিনেমার পৃষ্ঠপোষক হিসেবেও তিনি খ্যাত। যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’–এর প্রতিষ্ঠাতাও তিনি। অভিনয় থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি এটি প্রতিষ্ঠা করেন।

২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন। এছাড়া তিনি তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • তিন বছর পর ‘ফেরেশতে’
  • চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে উৎসবের আমেজ
  • ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত
  • উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড