চট্টগ্রামে করোনায় আক্রান্ত কিশোরসহ দুজনের মৃত্যু
Published: 22nd, June 2025 GMT
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। দুজনই আগে থেকে কিডনি ও যক্ষ্মা রোগে ভুগছিলেন। গতকাল শনিবার নগরের জেনারেল হাসপাতালে এ দুজন মারা যান।
মারা যাওয় দুজনের মধ্যে মো. এরশাদ (১৪) নামের এক কিশোর রয়েছে। অপরজন হলেন ইয়াছমিন আকতার (৪৫)। এরশাদের বাড়ি পটিয়ায়। সে কিডনি–সংক্রান্ত জটিলতায় ভুগছিল। কর্ণফুলীর শাহ মিরপুরের বাসিন্দা ইয়াছমিন যক্ষ্মা রোগে ভুগছিলেন।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, এরশাদকে ডায়ালাইসিস করা হতো। তার কোভিড পজিটিভ আসার পর শুক্রবার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ে। এ ছাড়া ইয়াছমিনের যক্ষ্মার পাশাপাশি হৃদ্রোগজনিত সমস্যা ছিল। গতকাল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুজনের মৃত্যু হয়।
২৪ ঘণ্টার প্রতিবেদনে করোনাভাইরাসে নতুন করে আরও ১২ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে শহরে ১১ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চারজনের।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ জন র ম
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে ট্রাক উল্টে ১ জন নিহত, আহত ৩
খাগড়াছড়ির দীঘিনালায় একটি ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকটির চালকসহ তিনজন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বড়াদম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খোকন চন্দ্র দাস (৫০)। তিনি দীঘিনালা উপজেলার থানাপাড়া এলাকার সুকুমার দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এলাকায় থাকা নিজের বাগান থেকে ট্রাকটিতে কাঠ বোঝাই করে দীঘিনালা সদরে নিয়ে যাচ্ছিলেন খোকন চন্দ্র দাস। ট্রাকটিতে তিনি ছাড়াও চালক ও দুজন গাছ কাটার শ্রমিক ছিলেন। উপজেলার বড়াদম এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা চারজনই আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত খোকন চন্দ্র দাসকে সেখান থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া দুর্ঘটনায় হতাহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।