বোমা হামলার হুমকির ঘটনায় কানাডার ছয়টি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পরে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

দেশটির বিমান ট্র্যাফিক কর্তৃপক্ষ এক্সে জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে অটোয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগরি এবং ভ্যাঙ্কুভারে বোমা হামলার হুমকি পেয়েছিল। এসব জায়গার কর্মীরা নিরাপদে রয়েছে ও বিমানবন্দরগুলোতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন মন্ট্রিয়ল ও অটোয়ার বিমানবন্দরগুলোতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল এবং সেটি নিউইয়র্ক সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আবার তুলেও নেওয়া ছিল বলে জানিয়েছেন এফএএর একজন মুখপাত্র।

অটোয়া পুলিশ জানিয়েছে, তারা রাজধানীর বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতে তদন্ত করছে। অন্যদিকে বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে অসংখ্য ফ্লাইট এক ঘণ্টা বা তার বেশি সময় ধরে বিলম্বিত হয়েছে।

মন্ট্রিয়ল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, হুমকির বিষয়টি সুরাহা হয়েছে। মুখপাত্র এরিক ফরেস্ট বলেন, সকালে ফ্লাইটের সময়সূচিতে সামান্য প্রভাব পড়েছিল, এখন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় রয়েছে।

ক্যালগারি বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, এ ঘটনায় নিয়মিত কার্যক্রমে সামান্য প্রভাব পড়েছে।

ট্রান্সপোর্ট কানাডা এক বিবৃতিতে বলেছে, তারা বিমানবন্দর কর্তৃপক্ষ, নেভ কানাডা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে করে কাজ করছে, যেন পরিস্থিতি বিবেচনা করে যাত্রী, কর্মী এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ল ইট

এছাড়াও পড়ুন:

শুল্ক ছাড়া বিদেশ থেকে ফেরার সময় বছরে আনা যাবে একটি ফোন

বিদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে ব্যাগেজ বিধিমালায় আবারও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তাতে সোনার অলংকার, সোনার বার ও মুঠোফোন আনার সুবিধা বাড়ানো হয়েছে। এ বিষয়ে আজ বুধবার নতুন এক নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান ব্যাগেজ বিধিমালার আওতায় একজন বিদেশফেরত যাত্রী শুল্ক পরিশোধ করে একটি নতুন মুঠোফোন আনার বিধান রয়েছে। বিধানটি সংশোধন করে এখন বলা হচ্ছে, একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার একটি নতুন মুঠোফোন আনতে পারবেন। আর যেসব প্রবাসীর ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) কার্ড আছে এবং যাঁরা অন্তত ছয় মাস বিদেশে ছিলেন, তাঁরা বছরে শুল্কমুক্ত সুবিধায় দুটি নতুন মুঠোফোন আনতে পারবেন।

এনবিআর গত ২ জুন নতুন ব্যাগেজ বিধিমালা (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) জারি করেছিল। আজ বুধবার থেকে নতুন এ ব্যাগেজ বিধিমালা কার্যকর হয়। বিদ্যমান ব্যাগেজ বিধিমালা আরও কার্যকর ও যাত্রীবান্ধব করার উদ্দেশ্যে সেই বিধিমালায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর।

এনবিআর বলছে, বিভিন্ন অংশীজন ও মাঠপর্যায়ের দপ্তরগুলোর মতামতের ভিত্তিতে ব্যাগেজ বিধিমালার আওতায় বিদেশ থেকে মুঠোফোন ও স্বর্ণালংকার আনার সুবিধা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদেশফেরত একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার অলংকার আনতে পারবেন। আর রুপার অলংকার আনতে পারবেন ২০০ গ্রাম। এ ছাড়া নতুন বিধিমালার আওতায় তোলা প্রতি ৫ হাজার টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন।

এখন থেকে বিদেশ থেকে আগত সব যাত্রীই অনলাইনের মাধ্যমে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করতে পারবেন। তবে সুবিধার অপব্যবহার রোধে কাস্টমস হল বা এলাকা ত্যাগ করার আগে ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা
  • ‘নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে তাকে চরিত্রহীন বলা যায়’
  • আশ্রয়শিবিরে রোহিঙ্গা শিশুদের পাঠদান আবার শুরু, স্থানীয় শিক্ষকদের পুনর্বহালের আশ্বাস
  • ‘কিল বিল’ তারকা মাইকেল মারা গেছেন
  • আমাজনের বৃষ্টিবনে
  • দালাই লামার উত্তরসূরি কীভাবে নির্বাচন করা হবে
  • ‘উপহাসে এখন আর খারাপ লাগে না, কষ্ট হয় না’
  • বিয়ের দুই সপ্তাহ যেতেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকার
  • শুল্ক ছাড়া বিদেশ থেকে ফেরার সময় বছরে আনা যাবে একটি ফোন