গণতন্ত্রের পূর্বশর্ত আইনের শাসন। গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার কি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছে?
আমরা যেদিকে তাকাই, আইনের শাসনের বদলে জবরদস্তির শাসন দেখি। ‘মব ভায়োলেন্স’ প্রত্যক্ষ করি। কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অসহায়। আবার তাদের কেউ কেউ অতীতের মতো চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে।
২৮ জুন কুমিল্লার মুরাদনগরে এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠে। কয়েকজন ব্যক্তি সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। মানুষ কতটা নীচ হতে পারলে এ কাজ করে! একই দিন ভোলার তজুমদ্দিনে আরেক নারী সন্ত্রাসীদের হাতে জিম্মি হওয়া স্বামীকে উদ্ধার করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন। কুমিল্লার ঘটনায় রাজনীতির যোগ না থাকলেও ভোলার ঘটনার সঙ্গে শ্রমিক দল ও যুবদলের নেতা–কর্মীদের জড়িত থাকার অভিযোগ আছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.
মুরাদনগরে নারী ধর্ষণের রেশ না কাটতেই সেখানে একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন স্থানীয় লোকজন। ওই পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এনে এলাকাবাসীকে মাইকে উসকে দিয়ে বৃহস্পতিবার তাঁদের খুন করা হয়। মাদকব্যবসা করা অপরাধ। তাই বলে কেউ মাদকব্যবসা করলে তাকে পিটিয়ে মারা যায়? দেশে আইন কোথায়, থানা–পুলিশ আছে কেন?
সোমবার রাতে খোদ ঢাকায় বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে মহাখালীর জাকারিয়া হোটেলে দল বেঁধে ঢুকে দুই নারীর ওপর হামলা করেন একদল লোক। বনানী থানায় করা মামলায় বলা হয়, মনির নামের এক ব্যক্তি এসে ভিআইপি কেবিন চান; কিন্তু কেবিনটি তখন অন্য অতিথির জন্য বরাদ্দ থাকায় তাঁকে সেটি দেওয়া সম্ভব হয়নি। পরের দিন ১ জুলাই রাত ৮টা ৪০ মিনিটের দিকে মনির ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে ঢোকেন। তাঁরা ঢুকেই গ্লাস ছুড়ে ভাঙচুর শুরু করেন। এই হলো যু্বদল নেতার কাণ্ড।
একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য ছিনতাই–চাঁদাবাজি করে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ আইন যথাযথ প্রয়োগ করতে গিয়ে মব ভায়োলেন্সর শিকার হচ্ছেন। রাজনৈতিক দলের নেতাদের কেউ কেউ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খুন হচ্ছেন। আবার কেউ ক্ষমতার দাপট দেখিয়ে থানা থেকে দণ্ডিত আসামি ছিনিয়ে নিচ্ছেন। এটা সুস্থ ও স্বাভাবিক অবস্থার লক্ষণ নয়।সাম্প্রতিককালে বিভিন্ন অপরাধের সঙ্গে যেমন বিএনপির নেতা–কর্মীদের নাম আসছে, তেমনি অঘটনের শিকারও হচ্ছেন তাঁরা। মোহাম্মদপুরের তাজমহল রোডে দুর্বৃত্তদের হামলায় মো. মিন্টু নামের এক বিএনপি নেতা খুন হন। তিনি ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৩ নম্বর ইউনিটের কোষাধ্যক্ষ ছিলেন।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাউজান উপজেলায় ধূমপান করাকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয় এলাকার কিশোরদের দুটি পক্ষ। তাদের থামাতে গিয়ে খুন হন সাবেক যুবদল নেতা মুহাম্মদ আলমগীর। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি গ্রামে আসতে পারেননি। গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গ্রামে আসেন। ১১ মাসের মাথায় তাঁকে জীবন দিতে হলো কিশোর গ্যাংয়ের হাতে।
আরেকটি চাঞ্চল্যকর খবর হলো থানা–হাজত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়া। চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারের দুই কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ২০০ থেকে ২৫০ জনের একটি দল থানায় ঢুকে ভাঙচুর করে সাজাপ্রাপ্ত ওই দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে থানার সামনে বিজিবি মোতায়েন করা হয়।
আরও পড়ুন‘মব ভায়োলেন্স প্রশ্রয় দেওয়া হবে না’, কিন্তু প্রশ্রয় দিচ্ছে কে৩০ জুন ২০২৫রাজধানীর শাহ আলী এলাকায় এক নারীকে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী নারী মামলায় অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন তাঁকে মারধর করেছেন। পরে ভুক্তভোগী নারী মামলা করার জন্য শনিবার রাত ১০টার পর শাহ আলী থানায় আসেন।
সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন রক্ষার নসিয়ত করা হয়। কিন্তু সেই আইন রক্ষা করতে গিয়ে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে শাস্তি ভোগ করতে হলো। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দীপঙ্কর দে নামের এক কর্মীকে ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা পটিয়া থানায় নিয়ে যান। তাঁর নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। কিন্তু একে কেন্দ্র করে পটিয়ায় পুলিশ ও আন্দোলনের নেতা–কর্মীদের মধ্যে যে ঘটনা ঘটল তা অনাকাঙ্খিতই বলতে হবে।
মানুষ অপরাধের শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান; কিন্তু সেই বাহিনী কী করছে, সেটিও দেখা দরকার। রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস ও ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. খলিল মিয়া ও ইব্রাহীম হোসেন রিফাত নামের দুই কর্মচারী ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিলের সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বেলা পৌনে একটার দিকে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ছয়–সাত ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁদের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নেন। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ও মারধর করে তাঁদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেন।
বগুড়ায় আটকের ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালানোর সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এপিবিএনের সদস্য আল হাদীর গ্রামের বাড়ি সোনাতলা উপজেলার চারালকান্দি গ্রামে। পাশের কাতলাহার গ্রামের শফিকুর রহমানের সঙ্গে তাঁর পরিবারের বিরোধ আছে। গ্রেপ্তার ছয়জন এপিবিএনের একটি পিকআপ ভ্যান নিয়ে কাতলাহার গ্রামে গিয়ে পুলিশ পরিচয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে শফিকুরের ছেলে ওয়ালিদকে আটকের চেষ্টা করেন। এ সময় শফিকুর রহমান ৭০ হাজার টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নেন। পরে শফিকুর রহমান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশ পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি জানালে গাবতলী ও সদর থানা-পুলিশ পিকআপটি আটকে অভিযানে নামে।
একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য ছিনতাই–চাঁদাবাজি করে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ আইন যথাযথ প্রয়োগ করতে গিয়ে মব ভায়োলেন্সর শিকার হচ্ছেন। রাজনৈতিক দলের নেতাদের কেউ কেউ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খুন হচ্ছেন। আবার কেউ ক্ষমতার দাপট দেখিয়ে থানা থেকে দণ্ডিত আসামি ছিনিয়ে নিচ্ছেন। এটা সুস্থ ও স্বাভাবিক অবস্থার লক্ষণ নয়।
মুরাদনগরে নারী ধর্ষণ ও নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রথম আলোকে বলেছিলেন, ‘এই দেশে কি আমি নিরাপদ। উত্তরটা সহজ নয়। এখানে বেঁচে থাকার জন্য আমরা জী (সব কিছু মেনে নেওয়া) করি। আমরা সহ্য করি, মানিয়ে নিই।’
এ মানিয়ে নেওয়ার বিষয়টি কেবল ব্যক্তির নয়, পুরো সমাজের। সমাজের সীমাহীন নীরবতা ও ক্ষমতাবান ব্যক্তিদের কারও কারও আইন হাতে তুলে নেওয়ায়ই দেশে নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়েছে। এ থেকে উত্তরণের উপায় কী।
সোহরাব হাসান প্রথম আলোর যুগ্মসম্পাদক ও কবি
*মতামত লেখকের নিজস্ব
উৎস: Prothomalo
কীওয়ার্ড: মব ভ য় ল ন স রক ষ ক র মত ঝ ল ছ নত ই র ঘটন ব এনপ ঘটন র র একট ব যবস সদস য আইন র সরক র
এছাড়াও পড়ুন:
এবার দুর্গাপূজায় বড় অঘটন হয়নি, তবে সরকারের পদক্ষেপে আয়োজকদের মধ্যে আতঙ্ক ছড়ায়
এবারের শারদীয় দুর্গাপূজা উৎসাহ–উদ্দীপনায় উদ্যাপিত হলেও কোনো কোনো প্রতিমার অবয়বে অশুভশক্তির প্রকাশে শৈল্পিক দৃষ্টিভঙ্গি বা অসচেতনতাকে কেন্দ্র করে সরকারের আইনি পদক্ষেপ পূজার আয়োজক ও প্রতিমাশিল্পীদের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি করেছিল বলে জানিয়েছে পূজা উদ্যাপন পরিষদ।
আজ সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সহসভাপতি গোপাল চন্দ্র দেবনাথ প্রমুখ।
সারা দেশে এবার অত্যন্ত সুন্দরভাবে পূজা উদ্যাপিত হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনের বাসুদেব ধর বলেন, এই উৎসব আয়োজনে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত আন্তরিকতা নিয়ে তাঁদের পাশে ছিল। রাজনৈতিক দলগুলোরও সক্রিয় সহযোগিতা তাঁরা পেয়েছেন। এই মাটির হাজার হাজার বছরের ইতিহাসে যে ঐতিহ্য ও সংস্কৃতি পথ দেখিয়েছে, এবারের উৎসব তারই ধারা বহন করতে পেরেছে।
দুর্গোৎসব শুরু হওয়ার আগে অন্তত ১৪টি জেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে জানিয়ে বাসুদেব ধর বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের কারণে কয়েকটি স্থানে দুর্বৃত্তরা ধরাও পড়ে। পূজার পাঁচ দিন দেশের কোথাও বড় মাত্রায় অঘটনের কোনো খবর পাওয়া যায়নি। পূজার পরও সে রকম কোনো খবর আসেনি। সরকারের কঠোর অবস্থান, বিশেষ করে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সক্রিয় ও সতর্ক ভূমিকা এই ইতিবাচক পরিস্থিতি তৈরি করেছে।
পূজা ‘সুন্দরভাবে’ হলেও কোনো কোনো প্রতিমার অবয়বে অশুভশক্তির প্রকাশে শৈল্পিক দৃষ্টিভঙ্গি বা অসচেতনতাকে কেন্দ্র করে সরকারের পদক্ষেপে পূজার আয়োজক ও প্রতিমাশিল্পীদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছিল বলে জানান বাসুদেব।
‘প্রতিমায় যে অবয়ব প্রকাশের কথা বলা হচ্ছে, তা নতুন বা হঠাৎ এ বছরই হয়েছে, তা ভাবার কোনো কারণ নেই। অতীতে অনেক প্রতিমায় তা শিল্পী বা অয়োজকেরা নানাভাবে প্রকাশ করেছেন। এবার কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে বলে আমরা মনে করি না।বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতিবাসুদেব ধর বলেন, ‘সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা ৫ অক্টোবর “ধর্মীয় অনুভূতিতে আঘাত” হানার অজুহাতে শিল্পী, পূজারি ও আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ঘোষণার পর কিছু পদক্ষেপের কথা জানা যাচ্ছে। থানায় সাধারণ ডায়েরি দায়ের ও সরকারি তদন্তের কথা বলা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর পূজার আয়োজক ও প্রতিমাশিল্পীদের মধ্যে একধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা পরবর্তী সময়ে যেকোনো পূজা-পার্বণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’
সরকার বিষয়টি নজরে আনার পর সম্ভাব্য অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে পূজা উদ্যাপন পরিষদ দ্রুত পদক্ষেপ নিয়েছিল জানিয়ে বাসুদেব বলেন, ‘সরকার, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি একযোগে সমস্যাটির সমাধান করে। এতে পূজার উৎসবে ভাটা পড়েনি। অথচ পূজা শেষ হওয়ার পর বিষয়টি সম্পূর্ণ ভিন্নধারায় প্রবাহিত করার চেষ্টা হচ্ছে, যা সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহিত করতে পারে। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী নানাভাবে হয়রানি ও নিপীড়নের মুখে পড়তে পারে। অন্যদিকে একসঙ্গে কাজ করার যে নজিরবিহীন ধারাটি তৈরি হয়েছে, তা–ও গতি হারাতে পারে।’এ প্রসঙ্গে পূজা উদ্যাপন পরিষদের সভাপতি আরও বলেন, প্রতিমায় যে অবয়ব প্রকাশের কথা বলা হচ্ছে, তা নতুন বা হঠাৎ এ বছরই হয়েছে, তা ভাবার কোনো কারণ নেই। অতীতে অনেক প্রতিমায় তা শিল্পী বা অয়োজকেরা নানাভাবে প্রকাশ করেছেন। এবার কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে বলে তাঁরা মনে করেন না।
দীর্ঘদিন ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাস ‘অস্বীকারের রাজনীতি’ দেখে আসার কথা জানিয়ে বাসুদেব ধর বলেন, ‘দুঃখজনক হচ্ছে, রাজনৈতিক পরিবর্তনের পরও এ ধারা অব্যাহত রয়েছে। বাস্তবতা এড়িয়ে সমস্যা-সংকটের অবসান হবে না। পরিসংখ্যান অস্বীকার করার উপায় নেই যে এই ৫৪ বছরে হিন্দু সংখ্যালঘু জনসংখ্যা ১৮ থেকে ৮ শতাংশে নেমে এসেছে।’
আরও পড়ুনএবার সারা দেশে ৩৩ হাজার ৩৫৫ মণ্ডপ-মন্দিরে দুর্গাপূজা হবে২৬ সেপ্টেম্বর ২০২৫