নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) জেমিনি চ্যাটবটে ছবি থেকে সরাসরি ভিডিও তৈরির নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এর ফলে জেমিনি চ্যাটবটের মাধ্যমে সহজেই যেকোনো ছবিকে স্বল্পদৈর্ঘ্য ভিডিওতে রূপান্তর করা যাবে। ভিডিওর সঙ্গে পরিবেশ উপযোগী শব্দ, ব্যাকগ্রাউন্ড অডিও ও কথোপকথনের মতো নানা ধরনের শব্দও যুক্ত করতে পারবেন ব্যাবহারকারীরা।

গুগল জানিয়েছে, নতুন এই সুবিধা ভিডিও জেনারেশন মডেল ‘ভিউ থ্রি’–এর সহায়তায় তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে সুবিধাটি নির্দিষ্ট দেশে বসবাসকারী জেমিনি এআই আলট্রা ও প্রো সংস্করণের গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। ১১ জুলাই থেকে ওয়েব সংস্করণ চালু হলেও কয়েক দিনের মধ্যে মোবাইল সংস্করণও চালু করা হবে।

গুগলের তথ্যমতে, জেমিনিতে ছবি থেকে ভিডিও তৈরির জন্য ব্যবহারকারীদের ‘প্রম্পট বারে’ থাকা ‘টুলস’ অপশন থেকে ‘ভিডিও’ নির্বাচন করতে হবে। এরপর একটি ছবি আপলোড করে লিখিত নির্দেশনা দিতে হবে। ছবিতে কোন অংশ কেমনভাবে নড়বে বা চলবে, তা বিস্তারিতভাবে লিখে জানাতে হবে। ব্যবহারকারীরা চাইলে সংলাপ, সাউন্ড ইফেক্টস ও পরিবেশের বিভিন্ন শব্দ ব্যবহারের নির্দেশনাও দিতে পারবেন। ছবি থেকে তৈরি করা ভিডিও এমপিফোর ফরম্যাটে সংরক্ষণ করা যাবে।

নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দের যেকোনো ছবিকে ভিডিওতে রূপান্তর করে সংরক্ষণ করতে পারবেন। শুধু তা–ই নয়, নিজের আঁকা ছবি বা প্রাকৃতিক দৃশ্যের ভিডিও তৈরি করা যাবে। প্রতিটি ভিডিওতেই যুক্ত থাকবে গুগলের ‘সিন্থ আইডি’ নামের একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক। এ কারণে জানা যাবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র প রব ন

এছাড়াও পড়ুন:

বিসিবির পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করে। 

বিস্তারিত আসছে …

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ