‘নিরাপত্তার কারণে’ নিজেদের নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল করেছে রাশিয়া। তবে নিরাপত্তা হুমকির ধরন নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি। রোববার এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রাশিয়ার সংবাদ সংস্থাগুলো দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে বলেছে, ‘এটি সার্বিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বের বিষয়।’

প্রতিবছর জুলাই মাসের শেষ রোববার রাশিয়ার নৌবাহিনী দিবস উদ্‌যাপিত হয়। এই দিন নাবিকদের সম্মান জানানো হয়। এবারের কুচকাওয়াজ ছিল সেই দিবসের মূল আকর্ষণ।

রাশিয়ার উপকূলীয় শহর সেন্ট পিটার্সবার্গের স্থানীয় কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছে, কুচকাওয়াজের অংশ হিসেবে আমাদের উপকূল দিয়ে যুদ্ধজাহাজ ও সাবমেরিন অতিক্রমের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। তবে বাতিলের কোনো কারণ জানানো হয়নি।

সোভিয়েত আমলে প্রায় চার দশক আগে বন্ধ হয়ে যাওয়া নৌবাহিনী দিবস ২০১৭ সালে পুনঃপ্রতিষ্ঠা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের নৌবাহিনী দিবস উপলক্ষে রোববার এক ভিডিও বার্তায় তিনি ইউক্রেন অভিযানে অংশ নেওয়া রুশ নাবিকদের ‘সাহস’ ও ‘বীরত্বের’ প্রশংসা করেছেন।

ভিডিও বার্তায় পুতিন বলেন, ‘আমরা কর্মপরিবেশের মধ্যে থেকেই এবারের দিবস উদ্‌যাপন করছি।’ ‘জুলাই স্টর্ম’ নামের নৌবাহিনীর বিশাল সামরিক মহড়ায় অংশ নেওয়া সেনাদের উদ্দেশে তিনি এই ভিডিও বার্তা দেন।

পুতিন জানান, বাল্টিক সাগর, কাস্পিয়ান সাগর, আর্কটিক ও প্রশান্ত মহাসাগরে চলতি সপ্তাহের প্রথম দিকে শুরু হওয়া এই মহড়ায় ১৫০টির বেশি যুদ্ধজাহাজ ও ১৫ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছেন।

পুতিন আরও বলেন, ‘রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করাই আমাদের মূল কাজ।’ ক্রেমলিনের তথ্যমতে, রোববার সেন্ট পিটার্সবার্গ থেকেই পুতিন এই ভিডিও বার্তা দিয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র বব র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ