বিশ্ব ফুটবলের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই লিওনেল মেসি এবার পা রাখতে চলেছেন ক্রিকেটের স্বর্গরাজ্য ভারতে। চলতি বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক বিশেষ আয়োজনে অংশ নেবেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য এই আয়োজনে মেসির অংশগ্রহণ চূড়ান্ত। আয়োজকরা ইতোমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) অনুমতি পেয়েছে এবং ইঙ্গিত মিলেছে টিকিট কেটে দর্শকরাও সরাসরি অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

‘টাইমস অব ইন্ডিয়া’ এবং ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন বলছে, শুধু উপস্থিতিই নয়, মেসি নাকি অংশ নিতে পারেন এক প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচেও! যেখানে একসঙ্গে দেখা যেতে পারে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি কিংবা শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিদেরও। ফুটবলের রাজপুত্রকে ব্যাট হাতে দেখা যাবে এই কল্পনাই যেন কোটি ভক্তের চোখে স্বপ্ন হয়ে ধরা দিচ্ছে।

আরো পড়ুন:

মেসির জাদুতে জয়ে ফিরল ইন্টার মায়ামি, ডি পলের অভিষেকে উচ্ছ্বাস

মেসি বনাম ইয়ামাল: ফিনালিসিমার সময়সূচি ঘোষণা

মুম্বাই ছাড়াও মেসির ভারত সফরসূচিতে রয়েছে কলকাতা ও দিল্লি। ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এই তিন শহরে হবে তার নানামুখী কর্মসূচি। বিশেষ করে কলকাতার ইডেন গার্ডেন্সে মেসিকে ঘিরে হবে এক রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

শুধু অনুষ্ঠান নয়, কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালাও পরিচালনা করবেন মেসি। ফুটবলের প্রতি তার ভালোবাসা ও ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার দায়বোধ থেকেই চালু করবেন একটি ‘ফুটবল ক্লিনিক’।

তবে এই সফরই প্রথম নয়। ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবার ভারত সফরে আসেন মেসি। সেবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। যেখানে নেতৃত্বে ছিলেন মেসি নিজেই। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক হল অন ষ ঠ ফ টবল কলক ত

এছাড়াও পড়ুন:

বিসিবির পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করে। 

বিস্তারিত আসছে …

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ