বিশ্ব ফুটবলের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই লিওনেল মেসি এবার পা রাখতে চলেছেন ক্রিকেটের স্বর্গরাজ্য ভারতে। চলতি বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক বিশেষ আয়োজনে অংশ নেবেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য এই আয়োজনে মেসির অংশগ্রহণ চূড়ান্ত। আয়োজকরা ইতোমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) অনুমতি পেয়েছে এবং ইঙ্গিত মিলেছে টিকিট কেটে দর্শকরাও সরাসরি অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

‘টাইমস অব ইন্ডিয়া’ এবং ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন বলছে, শুধু উপস্থিতিই নয়, মেসি নাকি অংশ নিতে পারেন এক প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচেও! যেখানে একসঙ্গে দেখা যেতে পারে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি কিংবা শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিদেরও। ফুটবলের রাজপুত্রকে ব্যাট হাতে দেখা যাবে এই কল্পনাই যেন কোটি ভক্তের চোখে স্বপ্ন হয়ে ধরা দিচ্ছে।

আরো পড়ুন:

মেসির জাদুতে জয়ে ফিরল ইন্টার মায়ামি, ডি পলের অভিষেকে উচ্ছ্বাস

মেসি বনাম ইয়ামাল: ফিনালিসিমার সময়সূচি ঘোষণা

মুম্বাই ছাড়াও মেসির ভারত সফরসূচিতে রয়েছে কলকাতা ও দিল্লি। ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এই তিন শহরে হবে তার নানামুখী কর্মসূচি। বিশেষ করে কলকাতার ইডেন গার্ডেন্সে মেসিকে ঘিরে হবে এক রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

শুধু অনুষ্ঠান নয়, কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালাও পরিচালনা করবেন মেসি। ফুটবলের প্রতি তার ভালোবাসা ও ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার দায়বোধ থেকেই চালু করবেন একটি ‘ফুটবল ক্লিনিক’।

তবে এই সফরই প্রথম নয়। ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবার ভারত সফরে আসেন মেসি। সেবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। যেখানে নেতৃত্বে ছিলেন মেসি নিজেই। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক হল অন ষ ঠ ফ টবল কলক ত

এছাড়াও পড়ুন:

নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। অল স্টার ম্যাচে না খেলার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে। এমএলএসের এমন সিদ্ধান্তে নাকি একেবারেই খুশি হননি মেসি।

তবে সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার অবশ্য মেসি নিজে নন, নিষিদ্ধ হয়েছে তাঁর দেহরক্ষী। সূত্রের বরাত দিয়ে মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর লিগস কাপে নিষিদ্ধ হওয়ার খবরটি দিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন।

এর আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায়, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে সূত্র থেকে সেই সদস্য মেসির দেহরক্ষী বলে নিশ্চিত হয় ইএসপিএন।

আরও পড়ুননিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড মর্মাহত’ মেসি, মায়ামি সহমালিক বললেন, নিষেধাজ্ঞার নিয়মটি ‘নির্মম’২৬ জুলাই ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন।

নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচ খেলতে পারেননি মেসি

সম্পর্কিত নিবন্ধ