১৭ বছর পর নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন, সরাসরি ভোটে নেতা নির্বাচিত
Published: 4th, August 2025 GMT
১৭ বছর পর সরাসরি ভোটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। গতকাল রোববার রাতে ভোট গণনা শেষে সৈয়দ মতিউর রহমানকে সভাপতি ও মজিদুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এতদিন নবীগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে রোববার স্থানীয় সোনার বাংলা হাইস্কুল মাঠে দলটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি ও সম্পাদকসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদে ৯২৩ জন কাউন্সিলরের মধ্যে ৮০৪ জন ভোট দেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে রাত ১১টার দিকে ফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে সৈয়দ মতিউর রহমান ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন বৈয়ত উল্লাহ, তিনি পেয়েছেন ৪৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মজিদুর রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাহিদ তালুকদার, পেয়েছেন ২৪৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অলিউর রহমান, তাঁর প্রাপ্ত ভোট ৪০৭।
কাউন্সিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা সাখাওয়াত হাসান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান প্রথম আলোকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর নেতা-কর্মীরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন। এতে তৃণমূলের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এতে সাংগঠনিক গতিও বাড়বে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক উন স ল র রহম ন হয় ছ ন ব এনপ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি রাসেল গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মো: রাসেল হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি মো. মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ (৩২) পালিয়ে যায়।
সোমবার (৪ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম। এরআগে রবিবার (৩ আগষ্ট) সন্ধ্যা পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেল লাইন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি রাসেল হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্পের মৃত ইসরাফিলের ছেলে এবং পলাতক মাদক কারবারি মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ একই এলাকার খলিলের ছেলে।
ওসি মো: শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত রাসেল হোসেন ও পলাতক মো. মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ (৩২) এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে রাসেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, পলাতক মাদক ব্যবসায়ী মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।