রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেললো ভারত
Published: 5th, August 2025 GMT
ইংল্যান্ডের ঘরের মাঠে রচিত হলো ভারতীয় ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়। কেনিংটন ওভালের ঐতিহাসিক টেস্টে মাত্র ছয় রানে জয় ছিনিয়ে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ভারত। এ জয় ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে পাওয়া জয় হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।
ওভালের এই ম্যাচের মধ্য দিয়েই ৫ ম্যাচের সিরিজ ২-২ এ শেষ হলো। তবে শেষ টেস্টের নাটকীয়তায় রোমাঞ্চের তুঙ্গে পৌঁছায় ক্রিকেটবিশ্ব। নতুন অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে ভারতের এই সফর ছিল অনেকদিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ, এটি ছিল টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফির প্রথম আসর।
সিরিজের প্রথম টেস্টে বড় রানে এগিয়ে থেকেও হেরে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৩৩৬ রানে জয়ের মাধ্যমে সমতা ফেরায় তারা। লর্ডসে ইংল্যান্ড ২২ রানে জিতে আবার লিড নেয়। কিন্তু ভারতীয় ব্যাটারদের দৃঢ়তায় চতুর্থ ম্যাচ ড্র হয়। ফলে পঞ্চম ওভাল টেস্ট হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারক ম্যাচ। যেখানে শেষ হাসি হাসে ভারতই।
আরো পড়ুন:
ভারত-ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরির বৃষ্টিতে ভাঙল ৭০ বছরের রেকর্ড
ওভালে ঐতিহাসিক জয়, ম্যাচ জেতানো আত্মবিশ্বাসের গল্প শোনালেন সিরাজ
এই জয়ে ভারত ২৮ পয়েন্ট ও ৪৬.
ডব্লিউটিসি তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া, যারা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ১০০ শতাংশ পয়েন্ট অর্জন করেছে। দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা, যারা বাংলাদেশকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে। বাংলাদেশ আছে পাঁচে এবং তিন টেস্টে হার দেখে ছয়ে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তান এখনো তাদের ২০২৫–২৭ চক্রের অভিযান শুরু করেনি।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নেত্রকোনার ধলাই নদে বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ধলাই নদে বালুবাহী একটি বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সময় সঙ্গে থাকা অন্য এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদর্শনগর বাজারের পাশে ধলাই নদে ওই বাল্কহেড ডুবে যায়। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিকদের সন্ধান মেলেনি।
নিখোঁজ দুই শ্রমিক হলেন জেলার পূর্বধলা উপজেলার দেবকান্দা গ্রামের মো. জিয়াউর রহমান (২০) ও মো. মারুফ তালুকদার (২৪)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পূর্বধলার জারিয়া এলাকায় কংস নদ থেকে বালুবাহী বাল্কহেডটি মোহনগঞ্জের আদর্শনগর এলাকায় যাচ্ছিল। আদর্শনগর বাজারের কাছাকাছি পৌঁছালে ধলাই নদের প্রবল স্রোতে সেটি তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা জিয়াউর রহমান, মারুফ তালুকদার ও হক মিয়া পানিতে তলিয়ে যেতে থাকেন। হক মিয়া সাঁতরে তীরে উঠলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাকি দুজন নিখোঁজ রয়েছেন। আজ সকাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে ভারী বৃষ্টি ও প্রবল স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানান মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিখোঁজ দুজন শ্রমিকের এখনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।