লুইস সুয়ারেজের বয়স বাড়লেও রাগ নিয়ন্ত্রণ করতে শেখেননি। ফুটবল ইতিহাসে কামড়কাণ্ডে সমালোচিত এক সুয়ারেজ। আবারও তিনি আলোচনায়। এবার প্রতিপক্ষের কোচকে থুতু মেরে।

বাংলাদেশ সময় আজ সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে লিগস কাপের ফাইনালে তিনি এমন কাণ্ড করেন। ফাইনাল হেরে শিরোপা হাতছাড়া করার পর সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তার মুখে থুতু দেওয়ার অভিযোগে চরম সমালোচনার মুখে পড়েছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। নতুন ফ্যান-ফুটেজ প্রকাশের পর শাস্তির খড়্গ আরও ঘনিয়ে আসছে উরুগুইয়ান স্ট্রাইকারের ওপর।

আরো পড়ুন:

মেসি-সুয়ারেজ জোড়ায় উড়ল ইন্টার মায়ামি

অবসর ঘোষণা করলেন লুইস সুয়ারেজ

ফাইনালে সিয়াটল সাউন্ডার্স ৩-০ ব্যবধানে হারায় মেসির ইন্টার মায়ামিকে। গোল করেছিলেন ওসাজে ডি রোসারিও, অ্যালেক্স রোলদান ও পল রথরক। তবে ম্যাচ শেষে মাঠজুড়ে ব্যাপক হাতাহাতির ঘটনায় জয় আড়াল হয়ে যায়।

হাতাহাতির সময় দেখা যায় সার্জিও বুসকেটস ঘুষি মারেন মেক্সিকান তরুণ ওবেড ভার্গাসের চিবুকে। মাক্সি ফ্যালকন সাউন্ডার্সের কোডি বেকারকে হেডলকে ধরে ফেলেন। আর ইন্টারের টমাস আভিলেস ঘুষি ছুড়েন জ্যাকসন রাগেনের দিকে।

তবে সবচেয়ে বড় আলোচনার জন্ম দেন সুয়ারেজ। লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকাকে দেখা যায় সাউন্ডার্সের সিকিউরিটি ডিরেক্টর/সহকারী কোচ জিন রামিরেজের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়াতে। পরে ক্যামেরায় ধরা পড়ে তিনি রামিরেজের মুখের দিকে থুতু ছুড়ে দেন। এরপর সতীর্থরা তাকে মাঠ থেকে সরিয়ে নেন।

সাউন্ডার্স কোচ ব্রায়ান শমেটজার বলেন, “দুঃখজনকভাবে এই ঘটনা আমাদের দুর্দান্ত জয়ের আনন্দকে আড়াল করে দিচ্ছে। প্রতিপক্ষ খেলোয়াড়রা হতাশ হয়ে এমন কিছু করেছে, যা কখনো মাঠে হওয়া উচিত নয়। তবে আমি চাইব এটা যেন মূল আলোচনায় না আসে। আসল গল্প হলো মাঠে আমাদের পারফরম্যান্স।”

অন্যদিকে ইন্টার মায়ামি কোচ জাভিয়ার মাসচেরানো বলেন, “আমি ঘটনাস্থল থেকে দূরে ছিলাম, তাই কিছু দেখিনি। এসব আচরণ কেউই পছন্দ করে না। হয়তো উসকানি ছিল। তবে আসলে কী ঘটেছিল আমি জানি না।”

বড় শাস্তির আশঙ্কা:
ফুটবল ইতিহাসে থুতু কাণ্ডে বরাবরই কঠিন শাস্তি দেওয়া হয়েছে। চলতি বছরই নরউইচের ফরোয়ার্ড বোরহা সাইনজ প্রতিপক্ষের দিকে থুতু ফেলার দায়ে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা ও ১২ হাজার পাউন্ড জরিমানা পেয়েছিলেন। এর কয়েক মাস আগে হিউস্টন ডায়নামোর হেক্টর হেরেরা রেফারির দিকে থুতু দেওয়ায় এমএলএস থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন। সেখানে সুয়ারেজ সরাসরি থুতু মারের প্রতিপক্ষের কর্মকর্তার মুখে। তাই ধারণা করা হচ্ছে, সুয়ারেজও এবার বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইন ট র ম য় ম স উন ড র স

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ