সিগারেট খেতে না করায় মালিবাগে সোহাগ কাউন্টারে ভাঙচুর
Published: 4th, September 2025 GMT
ঢাকার মালিবাগে সিগারেট খেতে বারণ করায় সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সোহাগ পরিবহনের মালিক আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়ির চালক মাসুদ মামুন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে হামলা চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও দুর্বৃত্তরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দুই যুবক সিগারেট খাচ্ছিলেন। এ সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের সেখান থেকে সরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এই ঘটনার জেরে ওই দুই যুবক আরো প্রায় ৬০-৭০ জনকে ডেকে আনেন এবং সংঘবদ্ধ হয়ে কাউন্টারে হামলা চালায় এবং ভাঙচুর করে। কাউন্টারের স্টাফদের মারধর করে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা আলী হাসান পলাশ তালুকদারের বাড়িতেও হামলা চালানোর চেষ্টা করে।
রমনা মডেল থানার থানার উপ-পরিদর্শক (এসআই) মো.
সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সভাপতির নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবি করেছেন। তবে পুলিশ তাৎক্ষণিক এ বিষয়ে কিছু জানায়নি।
ঢাকা/এমআর/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স হ গ পর বহন র ক উন ট র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫