বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন জামাল ভূঁইয়ারা
Published: 11th, September 2025 GMT
নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন অনিশ্চয়তায় কাটানোর পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানবাহিনীর বিশেষ সি-১৩০বি ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে জামাল ভূঁইয়া ও তার সতীর্থদের বহনকারী বিমান। দলের সঙ্গে দেশে ফিরেছেন ক্রীড়া সাংবাদিকেরাও।
বাংলাদেশ বিমানবাহিনী নিজেদের সরকারি ফেসবুক পেজে জানায়, নেপালের অস্থিতিশীল পরিস্থিতিতে আটকে থাকা জাতীয় ফুটবল দলকে সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আরো পড়ুন:
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ দল
ফ্লাইট বাতিলে নেপালে আটকা জামালরা
প্রসঙ্গত, ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করলেও ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। দুর্নীতিবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফুটবলাররা হোটেলে আটকা পড়ে যান।
তাদের নিরাপদে দেশে ফেরাতে বাফুফে, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকার একযোগে উদ্যোগ নেয়। দেশটির বিমানবন্দরে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত শফিকুর রহমানসহ দূতাবাসের কর্মকর্তারা।
এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছিলেন, আটকে পড়া ফুটবলারদের দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠানো হয়েছে।
বাংলাদেশ দলের এ প্রত্যাবর্তন শুধু স্বস্তির খবরই নয়, বরং ক্রীড়া অঙ্গনের জন্য বড় এক আশ্বাস যে সংকটময় পরিস্থিতিতেও খেলোয়াড়দের নিরাপত্তা সর্বাগ্রে বিবেচনায় রাখা হচ্ছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ ল ইট ফ টবল
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের ঘনিষ্ঠজনকে নিয়ে মন্তব্য, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নেটওয়ার্ক এবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে শোর হোস্ট জিমি কিমেলের বক্তব্য, যেখানে তিনি কনজারভেটিভ প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন। খবর ভ্যারাইটির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লেট নাইট শোগুলোর একটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
‘জিমি কিমেল লাইভ!’–এর সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’
চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসন এই হত্যার জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়েছে।