নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন অনিশ্চয়তায় কাটানোর পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানবাহিনীর বিশেষ সি-১৩০বি ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে জামাল ভূঁইয়া ও তার সতীর্থদের বহনকারী বিমান। দলের সঙ্গে দেশে ফিরেছেন ক্রীড়া সাংবাদিকেরাও।

বাংলাদেশ বিমানবাহিনী নিজেদের সরকারি ফেসবুক পেজে জানায়, নেপালের অস্থিতিশীল পরিস্থিতিতে আটকে থাকা জাতীয় ফুটবল দলকে সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আরো পড়ুন:

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ দল

ফ্লাইট বাতিলে নেপালে আটকা জামালরা

প্রসঙ্গত, ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করলেও ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। দুর্নীতিবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফুটবলাররা হোটেলে আটকা পড়ে যান।

তাদের নিরাপদে দেশে ফেরাতে বাফুফে, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকার একযোগে উদ্যোগ নেয়। দেশটির বিমানবন্দরে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত শফিকুর রহমানসহ দূতাবাসের কর্মকর্তারা।

এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছিলেন, আটকে পড়া ফুটবলারদের দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠানো হয়েছে।

বাংলাদেশ দলের এ প্রত্যাবর্তন শুধু স্বস্তির খবরই নয়, বরং ক্রীড়া অঙ্গনের জন্য বড় এক আশ্বাস যে সংকটময় পরিস্থিতিতেও খেলোয়াড়দের নিরাপত্তা সর্বাগ্রে বিবেচনায় রাখা হচ্ছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ ল ইট ফ টবল

এছাড়াও পড়ুন:

বিসিবির পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করে। 

বিস্তারিত আসছে …

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ