নেপালে ভয়াবহ পরিস্থিতির মধ্যে কয়েকদিন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। হোটেলবন্দি জীবন, বাইরে টানা বিক্ষোভ আর সহিংসতার দৃশ্য; সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। দেশে ফিরলেও তাদের ভেতরে রয়ে গেছে অস্বস্তি আর আতঙ্কের ছাপ।

এই পরিস্থিতি থেকে দ্রুত বের করে আনতে খেলোয়াড়দের জন্য মনোবিদের সহায়তা নিশ্চিত করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংগঠনের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়কে মনো-পরামর্শ দেওয়া হবে। তার ভাষায়, “আমাদের চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে মানসিক সাপোর্ট ও সাইকোলজিক্যাল কোচিং থাকবে। যাদের সরাসরি প্রয়োজন হবে, তাদের বিশেষ সহায়তা দেওয়া হবে। এমনকি যাদের দৃশ্যত কোনো সমস্যা নেই, তাদেরও আমরা মূল্যায়ন করব। কারণ, এই ধরনের অভিজ্ঞতা শারীরিক ও মানসিক ধাক্কা দিয়ে যায়।”

আরো পড়ুন:

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন জামাল ভূঁইয়ারা

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ দল

তিনি আরও জানান, পুরো ঘটনাতেই ফেডারেশন ছিল সতর্ক। দলের হোটেলের কাছেই আগুন লাগার ঘটনা ঘটে, এমনকি বিক্ষোভকারীরা হোটেলে প্রবেশের চেষ্টাও করেছিল। এ কারণেই বিকল্প আশ্রয়স্থলের পরিকল্পনাও আগেভাগেই করে রেখেছিল বাফুফে।

এই অভিযানে শুধু ফুটবলাররাই নন, দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ, কর্মকর্তা এবং কাঠমান্ডুতে সংবাদ সংগ্রহে যাওয়া ১৭ জন সাংবাদিককেও দেশে ফিরিয়ে আনা হয়েছে। মোট ৩৭ জনের এই যাত্রা সফলভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন বাফুফে সভাপতি।

তাবিথ আউয়াল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী ও আর্মড ফোর্সেসের প্রতি, যারা বিশেষ ফ্লাইটের মাধ্যমে ২০ ঘণ্টার ভেতর সবাইকে নিরাপদে ফিরিয়ে এনেছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের অবদানও তুলে ধরেন তিনি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

বিসিবির পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করে। 

বিস্তারিত আসছে …

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ