বন্দরে আওয়ামী লীগ নেতা রবিন গ্রেপ্তার
Published: 18th, September 2025 GMT
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা রবিন (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রবিন বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার কাইতাখালি এলাকায় অভিযান চালিয়ে ওই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ'লীগ ও যুবলীগ নেতাদের সাথে যোগসাজসে ধৃত আ'লীগ নেতা রবিনসহ তার সহযোগীরা সন্ত্রাসী হামলা চালায়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, বন্দরে 'অপরেশন ডেভিল হান্ট' অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত রাজনৈতিক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে তারণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ পালন উপলক্ষে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো.ওয়াহিদুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।
এছাড়াও ব্যাংকের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ ও সালামুন নেছাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা/এসবি