বিহারে বিধানসভা ভোটের বাকি মাত্র তিন সপ্তাহ। এ অবস্থায় বহু পুরোনো দুর্নীতি মামলায় দিল্লির নিম্ন আদালতে অভিযোগ গঠন করা হয়েছে আরজেডি নেতা লালু প্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও পুত্র তেজস্বীর বিরুদ্ধে।

নিম্ন আদালতের এই সিদ্ধান্ত ‘রাজনৈতিক’ কি না, উঠে গেছে সেই বিতর্ক। তেজস্বী বলেছেন, ‘আমরা আগে থেকেই বলে আসছি, ভোট আসছে। বিজেপি এবার নতুন খেলা শুরু করবে।’ অভিযোগ গঠনের নির্দেশ শোনার পর গতকাল সোমবার তিনি বলেন, বিহারের মানুষ সব বোঝেন। সব জানেন। তাঁরা বুঝতে পারছেন ভোটের জন্যই এটা করা।

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের এই নির্দেশ বিজেপিকে চনমনে করে তুলেছে। দুর্নীতির অভিযোগে লালুর সঙ্গে তেজস্বীর নাম জড়িয়ে যাওয়ায় তারা সেটা রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে। তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তারা নিশানা করছে জোটসঙ্গী কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকেও।

টানা ৩৫ বছর ধরে প্রধানত দ্বিমুখী লড়াইয়ের ধারাবাহিকতার অবসান ঘটিয়ে বিহার এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় নতুন চমক সৃষ্টি করে কি না, সেই জল্পনার মধ্যে এই আইনি বিবাদ ভোটের রাজনীতিতে এক অন্য মাত্রা যোগ করল।

তেজস্বীর নামে অভিযোগ গঠন হওয়ায় কংগ্রেস, আরজেডি ও বামপন্থীদের মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা থমকে গেল। নইলে ঠিক ছিল, আসন ভাগাভাগি চূড়ান্ত হলেই মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তেজস্বীর নাম ঘোষণা করা হবে।

কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু প্রসাদ ছিলেন রেলমন্ত্রী। ওই সময়ে রুগ্‌ণ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই নীতি অনুযায়ী রেলমন্ত্রী লালু প্রসাদ ওডিশার পুরী ও ঝাড়খন্ডের রাঁচিতে অবস্থিত রেলে মন্ত্রণালয়ের দুটি অভিজাত হেরিটেজ হোটেল একটি বেসরকারি সংস্থাকে ইজারা দেন।

অভিযোগ, সরকারি সংস্থার সম্পত্তি বেসরকারি খাতে তুলে দেওয়ার ওই প্রক্রিয়ায় দুর্নীতি করা হয়েছিল। যে সংস্থা ওই দুই হোটেল ইজারা নেয়, বিনিময়ে তারা পাটনায় ৩ একর জমি লালু-রাবড়ি-তেজস্বীর মালিকানাধীন সংস্থার নামে লিখে দেয়। সেই অভিযোগের তদন্ত সিবিআই এত দিন ধরে করছিল।

তদন্তের পর লালু ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কয়েক মাস আগেই অভিযোগপত্র দাখিল করেছিল সিবিআই। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল এই মামলার পরিণতি নিয়ে। সোমবার নিম্ন আদালত অভিযোগ গঠনের নির্দেশ দেওয়ায় ভোটের মুখে বিরোধীরা যেমন বড় ধরনের চাপে পড়ল, তেমনই প্রচারের নতুন হাতিয়ার উঠে এল শাসক দল বিজেপির হাতে।

সোমবার রাউস অ্যাভিনিউর বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে আদালতে উপস্থিত লালু প্রসাদের উদ্দেশে বলেন, ‘মনে হচ্ছে আপনিই ছিলেন দুর্নীতি ও প্রতারণার মূল পান্ডা। পদের অপব্যবহার আপনিই করেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাবড়ি দেবী ও তেজস্বী যাদব তাতে যুক্ত।

অভিযোগ গঠনের অর্থ, এবার এ মামলার বিচারপ্রক্রিয়া শুরু হবে।

বিহার দখলে রাখতে নীতীশ কুমারের জেডিইউ, নরেন্দ্র মোদির বিজেপি, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (এলজেপি-রামবিলাস), জিতনরাম মাঞ্জির হিন্দুস্তান আওয়ামি মোর্চা (হাম) ও উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা জোটবদ্ধ। তারা সবাই এনডিএর শরিক।

এনডিএ জোটের আসন ভাগাভাগিও চূড়ান্ত। বিজেপি ও জেডিইউ লড়বে ১০১টি করে আসনে। এলজেপি পেয়েছে ২৯টি আসন। জিতনরাম ও উপেন্দ্র কুশওয়ারা ৬টি করে। শেষের এই দুই শরিক প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন।

জেডিইউও অসন্তুষ্ট দুটি কারণে। প্রথমত, জোটের বড় শরিকের তকমা এই প্রথম নীতীশ হারালেন বলে। দ্বিতীয়ত, জোটে থেকেও নীতীশ ও জেডিইউর বিরোধিতা করে আসা চিরাগ পাসোয়ানকে বিজেপি অনেক বেশি আসন দেওয়ায়। এই অসন্তোষ সত্ত্বেও জেডিইউর নেতারা বিজেপির সঙ্গে স্বর মিলিয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বিরোধিতায় নেমে পড়েছেন।

বিজেপি নেতা রবিশংকর প্রসাদ আরজেডিকে আক্রমণের পাশাপাশি রাহুল গান্ধীকেও নিশানা করেছেন। রাহুলের উদ্দেশে তাঁর প্রশ্ন, তেজস্বীর বিরুদ্ধে এবার দুর্নীতি ও প্রতারণার অভিযোগের মামলা শুরু হবে। তেজস্বীর দাবি তিনি বিহারে পরিবর্তন আনবেন। রাহুলকে জানাতে হবে, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের হাত ধরে কীভাবে পরিবর্তন আনা যায়। বিহারের মানুষ এর জবাব চায়।

জেডিইউ নেতা কে সি ত্যাগীর কণ্ঠেও সেই সুর। তিনি বলেন, সমতা পার্টি ও জেডিইউ লালু প্রসাদের সঙ্গ ত্যাগ করেছিল তাঁর পরিবারের দুর্নীতির কারণেই।

বিহারে কংগ্রেসকে এবার গতবারের তুলনায় কম আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হবে। ২০২০ সালের ভোটে কংগ্রেস ৭০টি আসনে লড়ে জিতেছিল মাত্র ১৯টিতে। তুলনায় সিপিআই (এমএল) এর ফল খুবই ভালো হয়েছিল। এবার তারা বেশি আসন পেতে চলেছে।

আসন সমঝোতা যা–ই হোক, লালু ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলায় অভিযোগ গঠন নির্বাচনী প্রচারে কতটা প্রভাব ফেলে, তা আগ্রহ বাড়িয়েছে। আরজেডি নেতারা কীভাবে তার মোকাবিলা করেন, সেটাও হয়ে উঠবে অন্য আকর্ষণ। গতবারের ভোটেও বিজেপির প্রধান হাতিয়ার ছিল লালু পরিবারের দুর্নীতি ও অপশাসন। জাতভিত্তিক বিহারে তা সত্ত্বেও ৭৫ আসন জিতে এক নম্বর দল হয়েছিল আরজেডি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ও জ ড ইউ পর ব র র হয় ছ ল প রস দ সরক র আরজ ড

এছাড়াও পড়ুন:

ঢামেক মর্গে ১৬ মরদেহ, ছবি হাতে স্বজনদের আহাজারি

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে আনা হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মরদেহগুলো মর্গে পৌঁছায়। এ সময় মর্গের সামনে ছবি হাতে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

মর্গের সামনে বড় বোন মাহিরার (১৪) মরদেহের খোঁজে আহাজারি করছেন মাহিয়া। এক মাস হয় তার বোন পোশাক কারখানাটিতে কাজ শুরু করেছে। অগ্নিকাণ্ডের খবর শোনার পর থেকে সে বোনকে খুঁজে বেড়াচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি, তার মুঠোফোনও বন্ধ রয়েছে।

আরও পড়ুনচতুর্থ তলার জানালার গ্রিল ভেঙে লাফিয়ে বাঁচেন নাজমুল৩ মিনিট আগে

মারজিয়া ও জয় মিয়ার মরদেহ খুঁজে বেড়াচ্ছেন তাঁদের স্বজনেরা। অগ্নিকাণ্ডের সময় স্বামী-স্ত্রী দুজনই একসঙ্গে ছিলেন। মারজিয়ার বাবা মো. সুলতান প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের সময় মেয়ে মারজিয়া তাঁকে ফোন করে জানায় কারখানায় আগুন লেগেছে; তারা বের হতে পারছে না।

পোশাক কারখানাটির হিসাব বিভাগে কাজ করতেন খালিদ হাসান (৩০)। এক মাস হয় চাকরিতে যোগ দিয়েছেন। থাকতেন রাজধানীর মোহাম্মদপুরে। খালিদের মরদেহ খুঁজে বেড়াচ্ছেন তাঁর স্ত্রীর বড় বোন সালমা আক্তার। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

আরও পড়ুনবিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে ‘বিষাক্ত গ্যাস’, কারখানার ছাদের দরজা ছিল তালাবন্ধ১ ঘণ্টা আগে

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, কারখানার পাশে থাকা রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে, যা ছিল প্রাণঘাতী।

ঘটনাস্থল থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। মরদেহগুলো পোশাক কারখানার ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থানে পাওয়া গেছে। মরদেহগুলোর অবস্থা এমন যে সেগুলো ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করা সম্ভব নয়।

আরও পড়ুনদুই সপ্তাহ আগে কারখানায় চাকরি নিয়েছিলেন নার্গিস, ছবি হাতে মায়ের আর্তনাদ৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ