ফুটবলে বাইসাইকেল কিক: কীভাবে শুরু, প্রথমে কে মেরেছিলেন
Published: 16th, November 2025 GMT
নেপালের বিপক্ষে গত ১৩ নভেম্বর হয়ে যাওয়া প্রীতি ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচেই বাংলাদেশের হামজা চৌধুরীর অসাধারণ বাইসাইকেল কিকের গোল এ দেশের ফুটবলপ্রেমীদের চোখে লেগে থাকবে দীর্ঘদিন। হামজা-জাদুতে নতুন করে আলোচনায় এসেছে বাইসাইকেল কিক। ফুটবল মাঠে চোখজুড়ানো এই দৃশ্য, এই অ্যাক্রোবেটিক জাদুর জন্ম আসলে কোথায় হয়েছিল? জার্মান লেখক ও সাংবাদিক উলরিখ হেসে ও ফুটবল সাময়িকী ফোর ফোর টু-র সাবেক সম্পাদক পল সিম্পসন–এর লেখা হু ইনভেন্টেড দ্য বাইসাইকেল কিক: সকার’স গ্রেটেস্ট লেজেন্ডস অ্যান্ড লোর বইয়ে আছে এই প্রশ্নের উত্তর। আছে বাইসাইকেল কিক নিয়ে দারুণ সব গল্পও—
বাইসাইকেল কিক প্রথম কে মেরেছিলেন?
বিখ্যাত উরুগুইয়ান লেখক এদুয়ার্দো গালেয়ানো যদি ঠিক বলে থাকেন, তাহলে এই প্রশ্নের উত্তর খুব সহজ। ফুটবল ইন সান অ্যান্ড শ্যাডো বইয়ে তিনি লিখেছেন, ‘চিলির বন্দর শহর তালকাহুয়ানোর মাঠে রামোন উনসাগা প্রথম এই কৌশল দেখান। তাঁর শরীর ছিল আকাশে ভাসমান, পিঠ মাটির দিকে, হঠাৎ পায়ের ঝটকায় বলটাকে পেছনের দিকে পাঠালেন, যেন কাঁচি দিয়ে কিছু কাটা হচ্ছে।’
রামোন উনসাগা, বাইসাইকেল কিকের জনক.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি ও হাঁসাড়ার ওমপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর নিহত হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টার দিকে দোগাছি এলাকায় রাস্তা পারাপারের সময় এক পথচারী মাওয়া মুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্সের সামনে পড়ে যায়। সজোরে ধাক্কা খেয়ে ওই পথচারি ঘটনাস্থলেই মারা যান।
এর আগে সাড়ে সাতটার দিকে হাঁসাড়া ওমপাড়ায় এক্সপ্রেসওয়ের লেনে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় অন্য এক পথচারী নিহত হন।
শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, “খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাখা হয়েছে।”
হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, শনিবার রাতে দুটি পৃথক দুর্ঘটনায় দুজন পুরুষ পথচারী নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের নাম পরিচয় জানার জন্য পিবিআইকে খবর পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে কিছু সময় যান চলাচল ধীরগতি হয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/রতন/এস