যে বিল বর্ষায় মাছে সেরা, বাকি সময় ধানে
Published: 16th, November 2025 GMT
বিলের এক মাথা দেশে, আরেক মাথা ভারতে। বর্ষায় আরও ফুলে–ফেঁপে ওঠে, তখন বিলটির কোনো সীমানা থাকে না। আর পানিতে চলাচলকারী মাছেরও কোনো নির্দিষ্ট দেশ থাকে না। স্থানীয় বাসিন্দাদের মতে, এই বিলটিই তাঁদের বানিয়েছে ‘ধানের ধনী আর মাছের রাজা’।
বিলের প্রায় ১২ হাজার বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়। আর সেখানেই বর্ষার আগে–পরে মিলিয়ে পাঁচ মাস মেলে নানা পদের মাছ। বর্তমানে প্রতিদিন শুধু সকালে সেখান থেকে ধরা হয় প্রায় ৫০ মণ মাছ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে বিলটির অবস্থান। নাম বিলকুজাইন। বিলসংলগ্ন গঞ্জের ঘাটে প্রতিদিন সকালে বসে মাছের আড়ত।
স্থানীয় লোকজন বলেন, বিলকুজাইন বিলের মোট ছয়টি অংশ আছে। এগুলো হচ্ছে চনসদা, তেলকুচ, গুমরৈল, দোবলাইন্দ, রুহিমারি, শুকডুবা। এসব অংশে শুকনা মৌসুমে বোরো ধানের চাষ হয়। বাকি সময় ধানি জমিতেই পাওয়া যায় মাছ।
বিলটিতে ২০ বিঘা জমি আছে লুৎফর রহমান নামের স্থানীয় এক বাসিন্দার। তিনি বলেন, নিচু জমিতে শুধু একবার ধান পান। কিছু উঁচু জমিও আছে, এগুলোতে শর্ষের চাষ হয়। আর মাছ ছাড়া কিছুই হয় না। তাঁর ভাষায়, ‘বলতে পারেন, হামরা (আমরা) ধানে ধনী, আর মাছে রাজা।’
সম্প্রতি এক সকালে গঞ্জের ঘাট গিয়ে দেখা যায়, সকাল থেকে শতাধিক নৌকা ভিড়েছে সেখানে। এর আগে থেকেই চারদিকে শুরু হয় মানুষের হাঁকডাক। ঘাটেই জেলেরা নৌকায় বসে মাছ বাছাই করতে বসে যান। চিংড়ি, পুঁটি, বাইম, ট্যাংরা, চ্যালা, শিংসহ স্থানীয় আরও বিভিন্ন নামের সব ছোট মাছ ধরা পড়ে তাঁদের জালে। একেক মাছের দামও একেক রকম। এ জন্য সেগুলো আলাদা করে বিক্রি করা হয়।
বিলের পানির ওপর নৌকা ও জাল রাখেন জেলেরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে রাজধানীর বায়ুর মান কেমন, দেখে নিন
আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে রাজধানীর বায়ুর মান অস্বাস্থ্যকর। আর এর মধ্যে দুটি স্থানের বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর।’ আজ সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান ১৭৭। বায়ুর এ মানকে খুব অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। নগরীর যে দুই স্থানের বায়ু আজ খুব অস্বাস্থ্যকর সে দুই এলাকা হলো বেচারাম দেউড়ি ও কল্যাণপুর। দু্ই স্থানের বায়ুর মান যথাক্রমে ২০২ ও ২১০। বায়ুর মান ২০০’র বেশি হলেই তা খুব অস্বাস্থ্যকর বলে গণ্য হয়। এই দুই স্থানসহ নগরীর ৯টি স্থানে আজ দূষণ পরিস্থিতি খুব খারাপ। সেসব এলাকায় গেলে মাস্ক পরাসহ কিছু নিয়ম মানা জরুরি।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
বায়ুদূষণে আজ শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ৫২২। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর, ভারতের কলকাতা ও কুয়েতের কুয়েত সিটি। তিন নগরীর স্কোর যথাক্রমে ২০৯, ২০৫ ও ১৭৭।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে এর বাইরের শহরগুলোর দূষণ।
রাজধানীর ৯ এলাকায় দূষণ বেশিবেচারাম দেউড়ি ও কল্যাণপুর বাদ দিয়ে নগরীর বেশি দুষিত আর সাত স্থান হলো আইসিডিডিআরবির ক্যাম্পাস (১৮৯), গোড়ান (১৮৬), দক্ষিণ পল্লবী (১৮৬), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৭৮), পীরেরবাগ রেললাইন (১৬৭), গুলশানের বে’জ এজ ওয়াটারে (১৬৫) ও গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬৫)।
দূষণ রোধে যা করবেনপুরো নগরীর বায়ুর মান আজ খারাপ। এই নগরীতে আজ বায়ুর যে মান, তাতে অবশ্যই যেকোনো ব্যক্তিকে বাড়ির বাইরে গেলে মাস্ক পরে যেতে হবে। খোলা স্থানে শরীরচর্চা বন্ধ রাখতে হবে। জানালা বন্ধ রাখতে হবে।