বন্ধুর সহায়তায় ভোট দেন নাঈম, ইমরানকে সহায়তা করেছেন ভোটকেন্দ্রে দায়িত্বরত ব্যক্তি
Published: 16th, October 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন দুই দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থী। তাঁদের মধ্যে একজন বন্ধু ও অন্যজন ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তির সহযোগিতায় ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ওই দুই প্রার্থী হলেন ২০২১–২২ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী, কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বতন্ত্র পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সহসম্পাদক পদপ্রার্থী নাঈম হোসেন এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শেরেবাংলা ফজলুল হক হলে স্বতন্ত্র সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী মো.
বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে ভোট দেন নাঈম হোসেন। ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্রের সামনে পরিদর্শন করেছেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে কথা হয়। তিনি বলেন, ‘আমি আমার পছন্দের প্রার্থীদের নাম বলেছি, আর বন্ধু সে অনুযায়ী ব্যালটে ক্রস চিহ্ন দিয়েছেন। এভাবেই আমার ভোট সম্পন্ন হয়েছে। পুরো প্রক্রিয়াটিতে প্রায় ১০ মিনিটের মতো সময় লেগেছে।’
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নির্বাচনে প্রার্থী হওয়া নাঈমের এই পথচলা মোটেও সহজ ছিল না। তবে শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর পাশে ছায়ার মতো ছিলেন বন্ধুরা। প্রচারণার দিনগুলোয় ক্লান্তিহীনভাবে তাঁর সঙ্গে হেঁটেছেন, ভোটারদের কাছে পৌঁছে দিয়েছেন বার্তা।
মো. ইমরান হোসেনউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সৌম্য, মাহিদুল কেন দলে
আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের স্কোয়াডে যে পরিবর্তন আসবে, তা অনুমান করা যাচ্ছিল আগে থেকেই। প্রত্যাশিতভাবেই দুটি পরিবর্তন এনে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা।
গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির পর আবার ওয়ানডে দলে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। দলে নতুন মুখ প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুলের, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ওই একটি ম্যাচই। সৌম্য ও মাহিদুলকে জায়গা দিতে ছিটকে গেছেন ওপেনার মোহাম্মদ নাঈম ও পেসার নাহিদ রানা।
একবার দলে আসা, আবার দল থেকে বাদ পড়াটা সৌম্যের জন্য এখন নিয়মিতই হয়ে গেছে। তাঁদে দলে ফেরানোর ব্যাখ্যায় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেছেন, ‘তিনি অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। প্রায় ৮০টির (৭৬টি) মতো ওয়ানডে খেলে ফেলেছেন, প্রায় ১০ বছর ধরে খেলছেন। গত বছরের নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তাঁর ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা ছিল। সেই দলটার সঙ্গেই আমরা আবার খেলছি। লিটন দাস যেহেতু দলে নেই, একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্য সরকারকে নিয়েছি।’
গত বছর একটি টেস্ট খেলা মাহিদুল এর আগে টি–টোয়েন্টি দলেও সুযোগ পেয়েছিলেন, কিন্তু ম্যাচ খেলা হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে ৩৪২৯ রান তাঁর। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে প্রায় ৪৮ গড়ে রান করেছিলেন ৪৩১। গত মে মাসে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন মাহিদুল।
তাঁকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেছেন, ‘দলের মিডল অর্ডারের প্রায় সবাই রানখরায় আছে। তো সেই জায়গায় আমরা মাহিদুলকে এনেছি। পরের বিশ্বকাপের জন্য কলেবর বৃদ্ধি করতে যাঁরা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী থাকবেন, তার মধ্য থেকে মাহিদুল ইসলামের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল।’
আরও পড়ুনওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন মাহিদুল৪ ঘণ্টা আগে