হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত
Published: 1st, December 2025 GMT
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নোয়াপাড়া বাজারে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, গত শনিবার রাতে ইটাখোলা মুড়াপাড়া গ্রামের বকুল মেম্বারের ভাতিজার সঙ্গে পার্শ্ববর্তী ব্যাঙ্গাডোবা গ্রামের নুর মিয়া সরদারের এক স্বজনের তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হয়। এরই জেরে রবিবার দুপুরে উভয় পক্ষের শত শত লোক লাঠি নিয়ে নোয়াপাড়া বাজারে জড়ো হন। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে জড়ানো লোকজন একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। সন্ধ্যা পর্যন্ত চলা সংঘাতে অর্ধশতাধিক লোক আহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন:
কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩
ঈশ্বরদীতে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলায় আসামি জামায়াতের প্রার্থী
নোয়াপায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা চলছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্যা জানান, সংঘর্ষের পর নোয়াপাড়া বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকা/মামুন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত স ঘর ষ
এছাড়াও পড়ুন:
প্রতি ভোটকক্ষে ২টি গোপন বুথ থাকবে: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার প্রস্তুতির অংশ হিসেবে এক ভোটকক্ষে দুটি গোপন বুথ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল ঘোষণার আগে সার্বিক সমন্বয় ও নিয়োগ পরিকল্পনা পর্যালোচনায় রবিবার (৩০ নভেম্বর) ৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
আরো পড়ুন:
‘তারেক রহমানের ফেরার বিষয়ে সকলকেই সহযোগিতা করা উচিত’
কিছু ব্যক্তির কুপরামর্শেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট: গোলাম পরওয়ার
ইসি সচিব বলেন, ‘‘আগামী বছরের জাতীয় নির্বাচন ও গণভোট মিলিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন হতে যাচ্ছে। এ কারণে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, লজিস্টিকস ও সমন্বয় সংক্রান্ত বিষয়গুলো নতুন করে যাচাই-বাছাই করছে কমিশন।’’
তিনি আরো বলেন, ‘‘যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তাদের ভাতা বাড়ানো হয়েছে; যাতে তারা কোনো স্থানীয় রাজনৈতিক নেতার আতিথেয়তা গ্রহণ না করেন এবং নিরপেক্ষতা বজায় থাকে।’’
আখতার আহমেদ আরো বলেন, ‘‘এখন পর্যন্ত এক লাখের মতো প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। সাম্প্রতিক মক ভোটিংয়ের ফলাফল বিশ্লেষণ করে কমিশনের ধারণা, ভোটকেন্দ্র বা ভোটকক্ষ বাড়ানোর প্রয়োজন নেই; বরং গোপন বুথ বাড়ালেই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে।’’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘‘সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, তবে নির্বাচনকে ঘিরে বড় ধরনের কোনো ঝুঁকি নেই বলে মনে করছে কমিশন।’’
ঢাকা/এএএ/বকুল