৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির
Published: 1st, December 2025 GMT
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত বুধবার সন্ধ্যায় (২৭ নভেম্বর ২০২৫)। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। এই বিসিএস থেকে ক্যাডার ও নন–ক্যাডার মিলে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
এদিকে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) নম্বর বণ্টন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। নম্বর কমেছে বাংলা, ইংরেজিসহ ৩টি বিষয়ে। বিপরীতে নম্বর বৃদ্ধি পেয়েছে ৩টি বিষয়ের। মোট নম্বর অপরিবর্তিত রয়েছে।
৪৭তম বিসিএসে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে প্রিলিমিনারিতে ৩৫ নম্বর করে ছিল। পরবর্তী বিসিএসে ৫ নম্বর কমিয়ে এই দুটি বিষয়ে ৩০ নম্বর করা হয়েছে। এ ছাড়া কমানো হয়েছে বাংলাদেশ বিষয়াবলির নম্বর। এই বিষয়েও এবার ৫০তম বিসিএসে কমেছে ৫ নম্বর।
তবে বেড়েছে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের নম্বর। প্রতিটি বিষয়ে ৫ নম্বর করে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য বিষয়ের এবং মোট নম্বর অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, স্বাস্থ্য ৬৫০, প্রশাসনে ২০০, ক্যাডার ও নন–ক্যাডারে শূন্য পদ ২১৫০২৬ নভেম্বর ২০২৫৫০তম বিসিএসের নম্বর বণ্টন যেভাবে—১.
২. ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩০ (৫ নম্বর কমেছে)
৩. বাংলাদেশ বিষয়াবলি: ২৫ (৫ নম্বর কমেছে)
৪. আন্তর্জাতিক বিষয়াবলি ২৫ (৫ নম্বর বেড়েছে)
৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১০ (অপরিবর্তিত)
৬. সাধারণ বিজ্ঞান: ১৫ (অপরিবর্তিত)
৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: ১৫ (অপরিবর্তিত)
৮. গাণিতিক যুক্তি: ২০ (৫ নম্বর বেড়েছে)
৯. মানসিক দক্ষতা: ১৫ (অপরিবর্তিত)
১০. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১৫ (৫ নম্বর বেড়েছে)
৫০তম বিসিএসের আবেদন শুরু হবে ৪ ডিসেম্বর। আবেদন শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটে। প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০২৬ সালের ৩০ জানুয়ারি।
আরও পড়ুনএবার কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষাও বন্ধ১৫ ঘণ্টা আগেআরও পড়ুনএক বছরে সরকারি কর্ম কমিশন কী করল২১ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অনলাইন এডিআর বিচারব্যবস্থাকে আরো দ্রুত ও স্বচ্ছ করবে
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল বলেছেন, “বাংলাদেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অনলাইন এডিআর) চালুর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবেশ তৈরি হয়েছে। প্রযুক্তিনির্ভর এডিআর কাঠামো বিচারব্যবস্থাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং সবার জন্য সহজলভ্য করবে।”
তিনি আরো বলেন, “এ ধরনের আন্তর্জাতিক গবেষণা–সংলাপ দেশের উচ্চশিক্ষাকে আধুনিক, কার্যকর ও বিশ্বমানের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জ্ঞান–বিনিময়ের এই প্ল্যাটফর্ম গ্রিন ইউনিভার্সিটি এবং দেশের আইন অঙ্গনকে আরো শক্তিশালী গবেষণাভিত্তিক অবস্থানে উন্নীত করবে।”
আরো পড়ুন:
কুয়েটে শিক্ষার্থীকে অস্ত্রাঘাত, অপর শিক্ষার্থী বহিষ্কার
পাবনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি, ক্ষুব্ধ অভিভাবকরা
সম্মেলনে বিচারপতি আহমেদ সোহেল ‘আধুনিক বিচার ব্যবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তির ভূমিকা’ শীর্ষক একটি কি–নোট বক্তব্যও উপস্থাপন করেন।
তিনি বলেন, “অনলাইন এডিআর বিচারপ্রার্থী মানুষের জন্য দ্রুত, স্বল্প ব্যয় ও সহজ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করবে। পাশাপাশি সিঙ্গাপুর কনভেনশন অন মেডিয়েশনের গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন যে, এই আন্তর্জাতিক কাঠামো ভবিষ্যতে বাংলাদেশের মধ্যস্থতা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।”
সম্মেলনের জেনারেল চেয়ার ড. মোহাম্মদ আরিফুজ্জামান আন্তর্জাতিক অতিথি, গবেষক, প্রযুক্তি–টিম এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রিন ইউনিভার্সিটির বৈশ্বিক গবেষণা–সংযোগ আরো বিস্তৃত হয়েছে।”
এছাড়া মালয়েশিয়ার পুত্রা ইউনিভার্সিটির প্রফেসর ড. নূর আজমান বক্তব্য রাখেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে গ্রিন ইউনিভার্সিটির প্রো–ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, “এই আন্তর্জাতিক সম্মেলন তরুণ গবেষকদের বৈশ্বিক গবেষণা অঙ্গনে যুক্ত হওয়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে।”
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব, করপোরেট সামাজিক দায়িত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ডিজিটাল অন্তর্ভুক্তি, মানবাধিকার সুরক্ষা এবং সমতা—এসবই বর্তমান উন্নয়ন আলোচনার কেন্দ্রবিন্দু। এসব আন্তসম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও গঠনমূলক সংলাপের পথ খুঁজে বের করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।”
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আইটিডি ২০২৬–এর জন্য শুভকামনা জানান।
আইটিডি ২০২৫–এর আহ্বায়ক ও গ্রিন বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তারেক আজিজ সব বক্তা, অতিথি, গবেষক ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
ঢাকা/এসবি