আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে নিজের প্রস্তুতি নিচ্ছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার পাশাপাশি আসন্ন ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।  

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন নবি। দেশের হয়ে শেষ টুর্নামেন্ট খেলার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা পুরো ভিন্ন এক কন্ডিশন। তবে এখন আমার ফোকাস বিপিএলে। এখান থেকে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবব।’

নবি আরও জানান, ওয়ানডে ফরম্যাটের ১০০ ওভারের ম্যাচে ফিট থাকতে প্রস্তুতির কোনো বিকল্প নেই। ফিটনেস ধরে রাখতে এখন থেকেই কাজ করছেন তিনি, ‘এখন মানসিক ও শারীরিক প্রস্তুতি নিচ্ছি। শরীর, মন এবং ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছি। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ব্যাটিং-বোলিং করছি, যা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বেশ কাজে আসবে।’  

নিজের পরিকল্পনা সম্পর্কে নবি বলেন, ‘এটা একেবারেই মানসিকতার ব্যাপার। নিজেকে ওয়ানডের জন্য তৈরি করছি। জিম করছি, দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করছি, যাতে বিপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুটোরই প্রস্তুতি ভালো হয়। এখন প্রথম লক্ষ্য বিপিএল, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি।’  

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। আফগানিস্তান রয়েছে 'বি' গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, বাংলাদেশ রয়েছে 'এ' গ্রুপে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ