ঢাবি সাংবাদিক সমিতির বর্ষসেরা রিপোর্টার্স অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
Published: 6th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজার) বর্ষসেরা রিপোর্টার্স অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন চার সাংবাদিক। এতে প্রথম হয়েছেন নিউজ বাংলাটুয়েন্টিফোরের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মনিরুল ইসলাম, যৌথভাবে দ্বিতীয় হয়েছেন দৈনিক কালবেলার মোতাহার হোসেন ও ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক যোবায়ের আহমদ।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘২০২৪-২৫ সেশনের নব-গঠিত কার্যকরী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর’ অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে ‘গণঅভ্যুত্থান ও সাংবাদিকতা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।
ডুজার সদ্য সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন মুজাহিদ মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) সভাপতি মুক্তা বাড়ৈ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) সাধারণ সম্পাদক শেখ মাহাবুবুর রহমান, ঢাবি শাখা ছাত্র ফেডারেশন সভাপতি আরমানুল হক, ছাত্র ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল এবং স্বাধীন বাংলাদশে ছাত্র সংসদ আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ প্রমুখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস