টানা দু’বার বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। দু’বারই দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। বিপিএল জুড়ে তামিম-মাহমুদউল্লাহদের সমর্থন দিতে গ্যালারিতে ছিল দর্শক। এমনকি গতকালও বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ উল্লাস হয়েছে রাজধানীতে।  

বরিশালবাসীর বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ বাড়িয়ে দিতে রোববার বিপিএলের শিরোপা নিয়ে বরিশালে যাবেন তামিম ইকবালরা। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তামিম ট্রফি নিয়ে বরিশালে যাওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এবার তারা বরিশালে যাবেন। সব ঠিক থাকলে ৯ তারিখই বরিশালে যাবেন তারা। সঙ্গে নিয়ে যাবেন বিপিএলের ট্রফি। 

তবে তামিমরা বরিশালের উদ্দেশ্যে কখন যাবেন, কতক্ষণ থাকবেন, কোথায় ভক্তদের সঙ্গে বিপিএলের শিরোপা নিয়ে উদযাপন করবেন তা জানা যায়নি। তবে বরিশালের টিম ম্যানেজমেন্ট থেকে জানা গেছে, রোববার বরিশালে যাবেন ফরচুনের ক্রিকেটাররা। ফ্লাইট রিজার্ভ করে যাবেন এবং চলে আসবেন। সেখানে দুই ঘণ্টার মতো থাকতে পারেন তামিমরা। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল ব প এল র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ