বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সম্প্রতি ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৫। তবে দেশের অনেক শিক্ষার্থীর জন্য এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, মার্কেটিং, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য। একই শিক্ষাবর্ষের অন্য বিভাগের শিক্ষার্থীরা যেখানে ৪৭তম বিসিএসে অংশ নিতে পারবেন, সেখানে এসব বিভাগের শিক্ষার্থীরা বঞ্চিত হতে চলেছেন।

বিগত বছরগুলোর নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণ-অভ্যুত্থানের ফলে দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে জট তৈরি হয়, যা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

এ অবস্থায় ৪৭তম বিসিএসের আবেদনের শর্ত অনুযায়ী, যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে অনার্স লিখিত পরীক্ষা সম্পন্ন করার সনদ হাতে পাবেন না, তাঁরা আবেদন করতে পারবেন না। ফলে একই শিক্ষাবর্ষের অনেক শিক্ষার্থী যেখানে বিসিএসের জন্য আবেদন করতে পারবেন, সেখানে কিছু নির্দিষ্ট বিভাগের শিক্ষার্থীরা শুধু পরীক্ষার জটের কারণে আবেদন করার সুযোগ হারাবেন। এটা স্পষ্টতই অসংগতিপূর্ণ ও বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করছে।

এমন পরিস্থিতিতে পিএসসির উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি পর্যালোচনা করা এবং আবেদনের সময়সীমা অন্তত এক মাস বাড়ানো। ৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা ইতিমধ্যে দুই দফায় বাড়িয়ে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে, তাই আরেকটি সুযোগ দেওয়া হলে হাজারো শিক্ষার্থী উপকৃত হবেন এবং তাঁরা তাঁদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে পিএসসি চেয়ারম্যানের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানোর এই পদক্ষেপ শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে।

মো.

মেহেদী হাসান

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ক ষ বর ষ র পর ক ষ

এছাড়াও পড়ুন:

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।

মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সম্পর্কিত নিবন্ধ

  • গ্যাস সংকট
  • চট্টগ্রাম–কক্সবাজার রুটে দুই ট্রেনের সময় বদলে যাচ্ছে
  • নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
  • পুতিনকে এবার ১০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
  • ফুটবল ম্যাচ কেন ৯০ মিনিটের হয়
  • পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫
  • চীন–যুক্তরাষ্ট্র, আবারও তিন মাসের বাণিজ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা
  • ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা ট্রাম্পের
  • পুতিনকে এবার ১২ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প