ইজতেমায় দ্বিতীয় পর্বে আরো দুই মুসল্লির মৃত্যু
Published: 15th, February 2025 GMT
গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে নাজমুল হোসেন (৭৫) ও মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০) নামে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে মৃত মুসল্লির সংখ্যা দাঁড়ালো তিনজনে।
মৃত মুসল্লি নাজমুল হোসেন বগুড়া জেলার শেরপুর থানার খামার কান্দি গ্রামের মৃত মজিবর পন্ডিতের ছেলে ও মোহাম্মদ আব্দুল আজিজ শেখ শরিয়তপুর জেলার মোহাম্মদ এলেম শেখের ছেলে।
মিডিয়া সমন্বয়ক মো.
এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২ টার সময় দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লীর মৃত্যু হয়। তিনি খুলনা জেলার সদর থানার বাঙ্গালগলি গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।
৫৮ তম বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) আসরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ শনিবার বাদ ফজর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওয়াসামা ইসলাম। দশটার মধ্যে খিত্তায় খিত্তায় মওজু তালিম করেন মুফতি ইয়াকুব নিজামুদ্দিন। যোহরের নামাজের পর বয়ান করবেন আরব মেহমান। তরজমা করবেন মোস্তফা খলিল। আসরের পরে বয়ান করবেন হাফেজ মঞ্জুর (নিজামুদ্দিন)। তরজমা করবেন মাওলানা রুহুল আমিন। আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে।
ঢাকা/রেজাউল/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর করব ন ইজত ম
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত