ছেলেটি তাঁর গায়ের টি শার্ট খুলে আমাকে অটোগ্রাফ দিতে বললো: ফারুক আহমেদ
Published: 26th, February 2025 GMT
নন্দিত অভিনেতা ফারুক আহমেদ। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করছেন এই অভিনেতা।
এবারের বই মেলা উপলক্ষে প্রকাশ হয়েছে তাঁর লেখা গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’। একুশের বইমেলায় প্রায়ই যান এই অভিনেতা। কখনও কখনও ভক্তের মনও রক্ষা করতে হয় তাকে। গতকাল বইমেলায় অটোগ্রাফের জন্য এক ভক্ত তাঁর গায়ের শার্ট খুলে দেন। বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।
ফেসবুকে একটি রিলস প্রকাশ করেছেন তিনি লিখেন, “ছেলেটি আমার অটোগ্রাফ নেয়ার জন্য বইমেলায় তাঁর গায়ের টি-শার্ট খুলে তাতে অটোগ্রাফ দিতে বলে। হায়রে! পাগল ভক্ত!”
‘আমার না বলা কথা’ শিরোনামের বইটি প্রকাশ করেছে কিংবদন্তি পাবলিকেশন। ফারুক আহমেদ বর্তমানে ব্যস্ত ঈদ নাটকের অভিনয় নিয়ে। এছাড়াও নুহাশ হুমায়ূনের নির্দেশনায় নতুন পাঁচটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এই বিজ্ঞাপনে তাঁর সঙ্গে রয়েছেন স্বাধীন খসরু ও ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ র ক আহম দ আহম দ
এছাড়াও পড়ুন:
গান নিয়েই আমার সব ভাবনা
কর্নিয়া। তারকা কণ্ঠশিল্পী। অনলাইনে প্রকাশ পাচ্ছে বেলাল খানের সঙ্গে গাওয়া তাঁর দ্বৈত গান ‘তুমি ছাড়া নেই আলো’। এ আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে–
‘ভাঙা ঘর’ ও ‘আদর’-এর পর প্রকাশ পাচ্ছে ‘তুমি ছাড়া নেই আলো’। একনাগাড়ে দ্বৈত গান গেয়ে যাচ্ছেন, কারণ কী?
শ্রোতাদের চাওয়া আর নিজের ভালো লাগা থেকেই দ্বৈত গান গাওয়া, এর বাইরে আলাদা কোনো কারণ নেই। কারণ, সব সময় ভাবনায় এটাই থাকে, যে কাজটি করছি, তা শ্রোতার প্রত্যাশা পূরণ করবে কিনা। সেটি একক, না দ্বৈত গান– তা নিয়ে খুব একটা ভাবি না। তা ছাড়া রুবেল খন্দকারের সঙ্গে গাওয়া ‘ভাঙা ঘর’ ও অশোক সিংয়ের সঙ্গে গাওয়া ‘আদর’ গান দুটি যেমন ভিন্ন ধরনের, তেমনি বেলাল খানের সঙ্গে গাওয়া ‘তুমি ছাড়া নেই আলো’ অনেকটা আলাদা। আসল কথা হলো, যা কিছু করি, তার পেছনে শ্রোতার ভালো লাগা-মন্দ লাগার বিষয়টি প্রাধান্য পায়।
দ্বৈত গানের সহশিল্পী হিসেবে নতুনদের প্রাধান্য দেওয়ার কারণ?
সহশিল্পীর কণ্ঠ ও গায়কি যদি শ্রোতার মনোযোগ কেড়ে নেওয়ার মতো হয়, তাহলে সে তরুণ, নাকি তারকা– তা নিয়ে ভাবার প্রয়োজন পড়ে না। এমন তো নয় যে, নতুন শিল্পীরা ভালো গাইতে পারে না। তা ছাড়া তারকা শিল্পী ছাড়া দ্বৈত গান গাইব না– এই কথাও কখনও বলিনি। তাই দ্বৈত গানে তারকাদের পাশাপাশি নতুনদের সহশিল্পী হিসেবে বেছে নিতে কখনও আপত্তি করিনি।
প্রতিটি আয়োজনে নিজেকে নতুন রূপে তুলে ধরার যে চেষ্টা, তা কি ভার্সেটাইল শিল্পী প্রতিষ্ঠা পাওয়ার জন্য?
হ্যাঁ, শুরু থেকেই ভার্সেটাইল শিল্পী হিসেবে পরিচিতি গড়ে তুলতে চেয়েছি। এ কারণে কখনও টেকনো, কখনও হার্ডরক, আবার কখনও ফোক ফিউশনের মতো মেলোডি গান কণ্ঠে তুলেছি। গায়কির মধ্য দিয়ে নিজেকে বারবার ভাঙার চেষ্টা করছি। সব সময়ই নিরীক্ষাধর্মী গান করতে ভালো লাগে। একই ধরনের কাজ বারবার করতে চাই না বলেই নানা ধরনের গান করছি। নিজেকে ভেঙে সব সময়ই নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা জারি রাখছি।
প্রযোজক হিসেবে নিজের চ্যানেলের জন্য নতুন কী আয়োজন করছেন?
আয়োজন থেমে নেই। তবে কবে নতুন গান প্রকাশ করব– তা এখনই বলতে পারছি না। কারণ একটাই, অন্যান্য কাজের মতো গান তো ঘড়ি ধরে কিংবা সময় বেঁধে তৈরি করা যায় না। একেকটি গানের পেছনে অনেক সময় দিতে হয়। কোনো কোনো গানের কথা-সুর-সংগীতের কাটাছেঁড়া চলে দিনের পর দিন। এরপর যখন তা সময়োপযোগী হয়েছে বলে মনে হয়, তাখনই প্রকাশ করি।
গান গাওয়ার পাশাপাশি মডেলিং বা অভিনয় করার ইচ্ছা আছে?
সত্যি এটাই, গান নিয়েই আমার সব ভাবনা। তারপরও অনেকের অনুরোধে কয়েকটি পত্রিকার ফ্যাশন পাতার জন্য মডেল হিসেবে কাজ করেছি। তবে মডেল হব– এমন ইচ্ছা নিয়ে কাজ করিনি। অভিনয় নিয়েও কিছু ভাবি না। অন্য কোনো পরিচয়ে পরিচিত হতে চাই না।