Risingbd:
2025-11-03@03:19:31 GMT

আফগানদের ব্রিটিশ বধ

Published: 26th, February 2025 GMT

আফগানদের ব্রিটিশ বধ

আরও একবার আইসিসির মঞ্চে ব্রিটিশ বধ করলো আফগানিস্তান। সবশেষ করেছিল ২০২৩ সালে দিল্লিতে ওয়ানডে বিশ্বকাপে। এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে রাওয়ালপিন্ডিতে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে জো রুটের সেঞ্চুরির পরও ৪৯.

৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১৭ রানে থামে ইংল্যান্ড।

৮ রানের হারে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। আগের ম্যাচে তারা ৩৫১ রান করে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। এই ম্যাচে ৩২৫ রান তাড়া করেও পারল না জিততে।

বিস্তারিত আসছে…

আরো পড়ুন:

বাংলাদেশের কাছে হারলে অন্যরকম ‘বিব্রতকর’ রেকর্ড গড়বে পাকিস্তান

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও কি বৃষ্টিতে ভেসে যাবে?

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ