পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সামনে সুযোগ ছিল টেবিলের তৃতীয় স্থানে ওঠার। তবে সেক্ষেত্রে তাদের হারাতে হতো এই মৌসুমের চমক নটিংহ্যাম ফরেস্টকে। সেই সুযোগ কাজে লাগানো দূরে থাক, উল্টো ম্যাচটা হেরে যেতে হলো ম্যানসিটিকে। নিয়মিত পয়েন্ট হারিয়ে দলটির আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগ খেলার সম্ভাবনায় জমেছে শঙ্কার মেঘ। এরপর ক্ষিপ্ত ম্যানেজার গার্দিওলা বললেন, চ্যাম্পিয়নস লীগ কোয়ালিফিকেশন আকাশ থেকে পড়বে না।

নটিংহ্যামের সিটি গ্রাউন্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে হেরে গিয়েছে গত চারবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধে এলোমেলো খেলেছে দুদলই। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটের আগে স্বাগতিক নটিংহ্যাম কোন পরিস্কার সুযোগই তৈরি করতে পারেনি। ম্যাচের প্রথম সুযোগটি তৈরি করেন ক্যালাম হাডসন-ওডোইয়ের। তখন গোল হয়নি। তবে এই উইঙ্গারের ৮৩তম মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসান ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করে।

নটিংহ্যাম জানুয়ারিতে লিভারপুল এবং ফেব্রুয়ারিতে আর্সেনালকে রুখে দিয়েছিল। তবে আরেক জায়ান্ট ম্যানসিটির বিপক্ষে পুরো তিন পয়েন্ট তুলে নিল নুনো সান্তোর দলটি। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ফরেস্টের সংগ্রহ ২৮ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে চতুর্থ স্থানে থাকা সিটির সংগ্রহ ৪৭। তবে এক ম্যাচ কম খেলা চেলসি যদি আজ (৯ মার্চ, ২০২৫) লিস্টার সিটির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে ড্রও করতে পারে, তাহলে শীর্ষ চার উঠে যাবে।

আরো পড়ুন:

ম্যানসিটিতে ‘নতুন মেসি’ নিয়ে আসলেন গার্দিওলা 

হেরে তরুণ ফুটবলার কেনার কথা জানালেন গার্দিওলা

সিটির মৌসুমটি চোটে একাকার। ব্যালন ডি’অর বজয়ী রদ্রি, ডিফেন্ডার জন স্টোনস, ম্যানুয়েল আকাঞ্জি এবং নাথান আকে সহ অনেকেই স্কোয়াডের বাইরে চোট নিয়ে। তাই বর্তমান চ্যাম্পিয়নদের শেষ চারের দৌড়ে টিকে থাকাটা কঠিন।

ম্যাচ শেষে গার্দিওয়াল বলেন, “আমাদের ম্যাচ জিততে হবে এবং যদি আমরা যথেষ্ট ম্যাচ না জিতি, তাহলে কষ্টকর হয়ে যাবে (শেষ চারে থাকাটা)। আমাদের ১০টি ম্যাচ বাকি আছে এবং চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনের জন্য আমাদের অনেক ম্যাচ জিততে হবে।” গার্দিওলা রিপোর্টারদের বলেন।

তবে সেটা কিভাবে। লাস্ট কয়েক মাসে ম্যানসিটির ম্যাচ জয়ের সংখ্যা অত্যন্ত কম। গার্দিওলা এই ব্যাপারে বলেন, “একটি উপায় খুঁজে বের করতে হবে, আপনাকে ভালো খেলার চেষ্টা করতে হবে। আপনাকে কিছু একটা খুঁজে বের করতে হবে। এটি আকাশ থেকে আসবে না। আপনাকে এটা করতে হবে। এমন পরিস্থিতিতে কিছু একটা খুঁজে বের করতে হবে।”

গার্দিওলা আরও যোগ করেন, “পরিস্থিতি যা তাতে, আমাদের ১০টি ম্যাচ বাকি। সেই ম্যাচ গুলো আগামী শনিবার ব্রাইটনের বিপক্ষে শুরু হবে, তারপর আন্তর্জাতিক বিরতি এবং তারপর আমরা দেখব কি হয়।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ