জামালপুরে জমজমাট জামাই মেলা, রমজানে বিক্রি কম বলছেন ব্যবসায়ীরা
Published: 18th, March 2025 GMT
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশেই গোপালপুর বাজার। সেখানে আশপাশের বিশাল এলাকাজুড়ে বসেছে মেলা। গোপালপুর-নরুন্দি সড়কের দুই পাশসহ পুরো মেলা চত্বরে বসেছে বিভিন্ন পণ্যের পসরা। ছোট্ট এক শিশু বাবার হাত ধরে দ্রুতগতিতে মেলার ভেতরে যাওয়ার চেষ্টা করছে। পাশ থেকে স্থানীয় এক ব্যক্তি বলে উঠলেন, ‘নামে জামাই ম্যালা হইলেও এনে সবচেয়ে বেশি মজ-মাস্তি করে করে পোলাপানেরাই (শিশুরা)।’
জামালপুরের গোপালপুর ‘জামাই মেলা’ গত শনিবার শুরু হয়েছে, চলবে আগামী বুধবার পর্যন্ত। এবার রমজান মাসে আয়োজিত হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। সোমবার গিয়ে দেখা যায়, এ মেলা কেন্দ্র করেই আশপাশের বিভিন্ন এলাকায় এখন বইছে উৎসবের আমেজ।
প্রতিবছর ১-৫ চৈত্র (সনাতন পঞ্জিকা অনুসারে) সদর উপজেলার ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠ ও এর আশপাশে এই মেলা বসে। একে কেন্দ্র করে এলাকার জামাইয়েরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। এ কারণেই মেলাটি ‘জামাই মেলা’ হিসেবে পরিচিত। আর জামাইয়েরাই মেলার মূল আকর্ষণ। পাঁচ দিনের এই মেলায় সদর উপজেলার গোপালপুর, নরুন্দি, ঘোড়াধাপ, ইটাইল, বাঁশচড়া, তুলসীরটর, লক্ষ্মীরচর, রানাগাছা ও প্রতিবেশী ময়মনসিংহের চেচুয়া এলাকাসহ আশপাশের লাখো মানুষের সমাগম ঘটে।
রমজান মাস সকালে মেলায় তুলনামূলক কম লোকজন থাকলেও তিল ধারণের ঠাঁই থাকে না। কয়েকজন ব্যবসায়ী জানান, গভীর রাত পর্যন্ত শিশু, নারী-পুরুষের ব্যাপক ভিড় থাকে। জামাইদের সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ে দুপুরের ঠিক পরপর।
মেলায় শিশুদের বিনোদনের কেন্দ্র.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আশপ শ
এছাড়াও পড়ুন:
বিকেলে এনপিপির পদযাত্রা-সমাবেশ, প্রস্তুত ময়মনসিংহ
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহে পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
বিকেল ৫টায় ময়মনসিংহ শহরের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করবে এনসিপি। এর আগে শহরে পদযাত্রা করবে জুলাই ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা নতুন এ রাজনৈতিক দলটি।
এনসিপির সমাবেশ ও পদযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকা আছে সিসি ক্যামেরার আওতায়।
আরো পড়ুন:
ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে পদযাত্রা
চট্টগ্রামেও পদযাত্রায় হামলার আশঙ্কা এনসিপির
পদযাত্রা ও সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
ঢাকা/মিলন/রফিক